ইভেন্ট

লালমনিরহাটে উইকিপিডিয়ার কর্মশালা

By Baadshah

September 20, 2018

লালমনিরহাটের ‘কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ে’ ইন্টারনেটের মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে কর্মশালাটি পরিচালনা করে উইকিমিডিয়া বাংলাদেশ। উইকিপিডিয়ার ব্যবহার ও তথ্য নিবন্ধন সম্পর্কে কালীগঞ্জ উপজেলার শিক্ষক ও শিক্ষার্থীদের সচতেন করতেই এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটির উদ্বোধন করেন করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুজ্জামান আহমেদ। তিনি বলেন, ‘এ অঞ্চলে এ ধরনের কর্মশালা এবারই প্রথম হলো। ভবিষ্যৎতে উইকিপিডিয়া ব্যবহার করে শিক্ষক এবং শিক্ষার্থীরা যাতে নিজেদের আরো সমৃদ্ধ করতে পারে এবং নিজেরাও উইকিপিডিয়া সমৃদ্ধ করণে সহায়তা করতে পারে সে লক্ষ্যেই কর্মশালার আয়োজন করো হয়েছে। উইকিপিডিয়ায় কালীগঞ্জ তথা লালমনিরহাট জেলার গুরুত্বপূর্ণ স্থান ও ব্যক্তির ছবি ও তথ্য সম্বৃদ্ধ করতে আয়োজিত দুই ভাগে বিভক্ত এ কর্মশালার প্রথম অংশে উপজেলার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অংশ নেন এবং দ্বিতীয় অংশে করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর প্রায় ১৪০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। কর্মশালায় উইকিপিডিয়ায় নিবন্ধ সম্পাদনা, ছবি যুক্তকরণ ও এ কার্যক্রমের সাথে যুক্ত হওয়ার নানা বিষয় নিয়ে আলোচনা করেন উইকিমিডিয়া বাংলাদেশের সাধারণ সম্পাদক নাহিদ সুলতান এবং উইকিমিডিয়া বাংলাদেশের কার্যনির্বাহী পরিষদের সদস্য আর. কে. হান্নান। কর্মশালা শেষে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতার। কর্মশালায় শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতার জন্য উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।