প্রযুক্তি খবর

লাল গাড়ি চড়ে লাল গ্রহে, যাবেন নাকি? টেসলার সুপারকার গেল মহাকাশে

By Baadshah

February 07, 2018

এবার মাহাকাশে গলে গাড়ি!এলন মাস্ক বাজারে নিয়ে এসেছে এমন এক সুপার কার যা রকেটে চড়ে পাড়ি দিয়েছে স্পেসে৷মঙ্গলবার পরীক্ষামূলক ভাবে ফ্যালকন হেভি রকেটের পেলোড হিসেবে একটি গাড়ি পাঠানো হয়। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছে সংস্থাটি৷ চেরি লাল রংয়ের এলন মাস্কের টেসলা রোডস্টার স্পেসে পাড়ি দিতে একেবারে তৈরি৷ স্পেসএক্স ফালকন হেভি শাটলের প্লেলোড চেম্বারে এই গাড়িটিকে রাখা হয়। উল্লেখ্য, স্পেসএক্স ফালকন রকেটটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট৷ এমনটাই মনে করেন গবেষকেরা৷ এই রকেটটির লঞ্চ টেস্টিংয়ের সময় স্টিল ব্লকসের পরিবর্তে রকেটে এই গাড়িটি ছিল৷ এলন মাস্ক সংস্থা রকেটের ভিতর গাড়িসহ ছবিটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেই ভাইরাল হয় ছবিটি৷ ছবিটির ক্যাপশন দেওয়া হয়েছে, ‘A Red Car For the Red Planet’৷ রকেট এর আদলে গাড়ির মত দেখতে এই গাড়িতে চড়ে নিমিষেই চলে যাওয়া যাবে স্পেসে। আপনি রেডি তো?