এবার মাহাকাশে গলে গাড়ি!এলন মাস্ক বাজারে নিয়ে এসেছে এমন এক সুপার কার যা রকেটে চড়ে পাড়ি দিয়েছে স্পেসে৷মঙ্গলবার পরীক্ষামূলক ভাবে ফ্যালকন হেভি রকেটের পেলোড হিসেবে একটি গাড়ি পাঠানো হয়। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছে সংস্থাটি৷ চেরি লাল রংয়ের এলন মাস্কের টেসলা রোডস্টার স্পেসে পাড়ি দিতে একেবারে তৈরি৷ স্পেসএক্স ফালকন হেভি শাটলের প্লেলোড চেম্বারে এই গাড়িটিকে রাখা হয়।
উল্লেখ্য, স্পেসএক্স ফালকন রকেটটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট৷ এমনটাই মনে করেন গবেষকেরা৷ এই রকেটটির লঞ্চ টেস্টিংয়ের সময় স্টিল ব্লকসের পরিবর্তে রকেটে এই গাড়িটি ছিল৷ এলন মাস্ক সংস্থা রকেটের ভিতর গাড়িসহ ছবিটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেই ভাইরাল হয় ছবিটি৷ ছবিটির ক্যাপশন দেওয়া হয়েছে, ‘A Red Car For the Red Planet’৷ রকেট এর আদলে গাড়ির মত দেখতে এই গাড়িতে চড়ে নিমিষেই চলে যাওয়া যাবে স্পেসে। আপনি রেডি তো?