গেইম

লিটনের আউট নাকি আউট না!

By Baadshah

September 28, 2018

সোশ্যাল মিডিয়ায় ঝড়। ভারত এশিয়া কাপ জুড়েই বাড়তি সুবিধা নিয়েছে। ফাইনালে অ্যাম্পায়ারের সিদ্ধান্তও তাদের পক্ষে যাচ্ছে! টেকনোলজি এত অ্যাডভান্স হওয়া সত্ত্বেও আম্পায়ার একি সিদ্ধান্ত দিল! এ নিয়ে সোশ্যাল মিডিয়া ভাইরাল। pitched in line+ impact outside off+ hitting wickets+ umpairs call=অন্যান্য দেশের বিপক্ষে নট আউট কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে আউট (ইমরুলের আউট), benefit of the doubt goes to the batsman কিন্তু ইন্ডিয়ার জন্য উল্টো!( লিটনের আউট)!!! হাতে টেপ পেঁচিয়ে বল করা বৈধ! India’r জন্য সব নিয়মই আলাদা! বাংলাদেশের ক্রিকেট ভক্তরা এরই মধ্যে সামাজিক মাধ্যমে ঝড় তুলেছেন। লিটন দাসের আউটটি নিয়ে তাঁদের প্রশ্ন। বানভাসি স্রোতের মতো ছড়িয়ে পড়ছে আউটের ভিডিও ও ছবি। লিটনের পা বিহাইন্ড দ্য লাইন ছিল কি না, বেনিফিট অব ডাউট ব্যাটসম্যানের পক্ষে কেন গেল না…এসব নিয়ে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ করছেন সমর্থকেরা। ত্যাশার প্রতিদান দেওয়ার মোক্ষম উপলক্ষ হিসেবে দুবাইয়ে ভারতের বিপক্ষে আজকের ফাইনালকে বেছে নিয়েছিলেন লিটন। সেঞ্চুরি করলেন। সেই সেঞ্চুরির সৌজন্যে বাংলাদেশ করতে পারল ২২২ রান। বাংলাদেশের ব্যাটসম্যানদের আত্মহত্যার মিছিলে সবচেয়ে বড় আফসোস হয়ে থাকল লিটনের আউটটাই। কুলদীপ যাদবের গুগলিটা ঠিকঠাক ফ্লিক করতে পারেননি লিটন। ত্বরিত গতিতে তাঁকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলল মহেন্দ্র সিং ধোনির অভিজ্ঞ গ্লাভস। টিভি রিপ্লে দেখে সিদ্ধান্ত নিতে সময় লাগল তৃতীয় আম্পায়ারের। শেষ পর্যন্ত তিনি আউটের অ্যানিমেশন চালিয়ে দিতে বললেন গ্যালারির বোর্ডে। বাংলাদেশের সমর্থকদের হতাশার কেন্দ্রে চলে গেল এই সিদ্ধান্ত। স্টাম্পড হয়ে ১১৭ বলে ক্যারিয়ার সর্বোচ্চ ১২১ করে থামতে হয়েছে লিটনকে।