ইভেন্ট

লিডস বিজনেস প্ল্যানিং চ্যালেঞ্জ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

By Baadshah

March 05, 2018

গত ৩রা মার্চ অনুষ্ঠিত হয়ে গেলো “লিডস বিজনেস প্ল্যানিং চ্যালেঞ্জ” এর চূড়ান্ত পর্ব । বিজনেস ইনোভেশন সামিট-২০১৮ এর অংশ হিসাবে এই প্রতিযোগীতায় চূড়ান্ত পর্বের জন্য মনোনীত ৩২টি দল বিজ্ঞ বিচারকদের সামনে চূড়ান্ত প্রেজেন্টেশন প্রদান করেন।দুটি প্যানেলে ভাগ হয়ে প্রতিযোগীরা এই পর্বে অংশ নেন।লিডস কর্পোরেশনের সার্বিক সহায়তায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন লিডস কর্পোরেশনের চেয়ারম্যান শেখ আব্দুল আজিজ, ম্যানেজিং ডিরেক্টর শেখ ওয়াহিদ, চীফ অপারেটিং অফিসার রানা সোহেল, সিটিও মাসুদ পারভেজ, চীফ ইনফরমেশন অফিসার পাপিয়াস হাওলাদার, জেনারেল ম্যানেজার বিইএম মানজুর-ই-খুদা সহ প্রমুখ। আসন্ন ১০ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সন্মেলন কেন্দ্রের হল অফ ফেম এ অনুষ্ঠিত হবে বিজনেস ইনোভেশন সামিট ২০১৮। এবারের সামিটে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত থাকছে- “আইটি প্রফেশনালস মিট-আপ” এবং দুপুর ৩টা থেকে রাত ৮ টা পর্যন্ত থাকছে “বিজনেস কনফারেন্স”। “আইটি প্রফেশনালস মিট-আপ” এ দেশের শীর্ষ আইটি প্রফেশনালস সহ এই সেক্টরের দেশের সেরা কর্পোরেট আইকনরা কথা বলবেন। সেমিনারটিতে আইওটি, ডাটা সায়েন্স, প্রোগ্রামিং, থিম ডেভলপমেন্ট, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং সহ লোকাল এবং আন্তর্জাতিক বাজারে আইটি প্রফেশনালস দের চাকরীর বাজার ও চাকরীতে সফল হওয়ার বিভিন্ন দিক নিয়ে উপস্থিত বক্তারা কথা বলবেন। “বিজনেস কনফারেন্স” সেমিনারে দেশের সেরা কর্পোরেট আইকন থেকে শুরু করে,প্রতিষ্ঠিত উদ্যোক্তারা কথা বলবেন ব্যবসায়ীক জগতের নানান দিক নিয়ে। কিভাবে একজন ব্যক্তি নিজেকে কর্পোরেট প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রস্তুত করতে পারে এবং কিভাবে একজন উদ্যোক্তা নিজের উদ্যোগকে বাস্তবিক রূপ প্রদান করতে পারেন এই নিয়ে আলোচনা করবেন বক্তারা। এছাড়াও কর্পোরেট ম্যানার,লিডারশিপ, জব রিক্রুইটমেন্ট প্রসেস, এবং চাকরীতে যোগদানদের ক্ষেত্রে করণীয় বিষয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী এবং কর্পোরেট আইকনেরা দিক-নির্দেশনা প্রদান করবেন। “বাংলাদেশ ইনোভেশন ফোরাম” এর প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু বলেন, প্রথমবারের বিজনেস ইনোভেশন সামিট আয়োজনে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। গতবারের আয়োজনের থেকেও বড় পরিসরে এবার একটু ভিন্ন আঙ্গিকে আমরা এই আয়োজন করছি। এবারের সামিটকে ৩ টি পৃথক আয়োজনের মাধ্যমে সাজানো হয়েছে। আইটি প্রফেশনালস মিট-আপ, বিজনেস কনফারেন্স এবং বিজনেস আইডিয়া চ্যালেঞ্জ। তথ্য প্রযুক্তি ক্ষেত্র এবং ব্যবসা ও চাকরীর বিভিন্ন বিষয় নিয়ে সেমিনারে বাংলাদেশের বিভিন্ন সেক্টরের আইকনেরা কথা বলবে। আশা করি এবারও আমরা খুব ভালো সাড়া পাবো। উল্লেখ্য, সমগ্র বাংলাদেশ থেকে প্রায় ৮০০ এর অধিক আবেদনপত্রের থেকে কয়েক ধাপে নির্বাচিত ৩২ টি টিম নিয়ে এই ফাইনাল পিচিং সেশন অনুষ্ঠিত হয়। বিজনেস প্ল্যানিং চ্যালেঞ্জে বিজয়ী পাবেন নগদ ১ লক্ষ টাকা পুরষ্কার সহ আরও অন্যান্য সুবিধা। বিজনেস ইনোভেশন সামিট-২০১৮ সংক্রান্ত যেকোন তথ্য পাওয়া যাবে www.bif.org.bd এই ওয়েবসাইটে।