TechJano

লিনাক্স পাঠশালা অর্জন করলো আন্তর্জাতিক ৫টি পুরস্কার

প্রতি বছরের মতো এবারও ভারতের তাজ হোটেল মুম্বাইয়ে অনুষ্ঠিত হলো দক্ষিন এশিয়া অঞ্চলের ‘রেডহ্যাট ট্রেনিং পার্টনার কনফারেন্স ২০১৮’। এই কনফারেন্সের প্রধান আকর্ষণ ছিল পুরস্কার বিতরনী অনুষ্ঠান। এতে ৬টি ক্যাটাগরিতে ৫টি পুরস্কার অর্জন করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছে মুক্ত সফটওয়্যার লিনাক্স এর প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান লিনাক্স পাঠশালা। ইতোপূর্বেও শ্রীলংকায় অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনে শ্রীলংকা ও নেপালকে পেছনে ফেলে তিনটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছিল লিনাক্স পাঠশালা।

আন্তর্জাতিক এই ট্রেনিং কনফারেন্সে দক্ষিণ এশিয়ার ১৫০টির ও বেশি ট্রেনিং প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল। ভারত, নেপাল, ভূটান ও শ্রীলঙ্কাকে পিছনে ফেলে কনফারেন্সের “বেস্ট ইনফ্রাস্টাকচার অফ দা ইয়ার” সবচেয়ে মূল্যবান ‘রেডহ্যাট অ্যাওয়ার্ড’ অর্জনের মধ্যদিয়ে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করেছে । এছাড়াও আরো ৪টি ক্যাটাগরিতে পুরস্কার অর্জনে সক্ষম হয়েছে লিনাক্স পাঠশালা । এই ক্যাটাগরিগুলো হলো- রেডহ্যাট পার্টনার অব দ্য ইয়ার (স্টুডেন্ট ট্রেনিং), রেডহ্যাট পার্টনার অব দ্য ইয়ার (আরএইচসিএসএ অ্যান্ড আরএইচসিই সার্টিফিকেশন), পার্টনার অব দ্য ইয়ার (ম্যাক্সিমাম স্পেশালিস্ট সার্টিফিকেশন), পার্টনার অব দ্য ইয়ার (টোটাল বুকিং)।

‘রেডহ্যাট ট্রেনিং পার্টনার কনফারেন্স ২০১৮’এ লিনাক্স পাঠশালা বাংলাদেশের পক্ষ থেকে পুরস্কারগুলো গ্রহণ করেছেন লিনাক্স পাঠশালা এর প্রধান নির্বাহী নাসির উদ্দিন পাভেল।

এ প্রসঙ্গে নাসির উদ্দিন পাভেল জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবাধ ব্যবহারের ফলে আমাদের দেশে লিনাক্সের ব্যবহার প্রতিনিয়তই বাড়ছে। এখন অনেকেই নিজেকে লিনাক্স এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করছেন। তবে তার পেছনেই রয়েছে দেশের বিভিন্ন সেক্টরে লিনাক্সভিত্তিক সার্ভার ও স্টোরেজের ব্যাপক ব্যবহার। দেশের প্রথম রেডহ্যাট ভার্চুয়ালাইজেশন ও রেডহ্যাট স্টোরেজ সার্ভার ইনস্টল করে এই প্রতিষ্ঠানটি।

তিনি জানান, দেশে ৪০ জন এর ও বেশি আরএইচসিএ রয়েছে যার মধ্যে ৩৭ জনই হলো এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে লিনাক্স পরীক্ষায় উর্ত্তীর্ণ হয়েছেন। আর আরএইচসিই রয়েছে প্রায় ৫ হাজার। যার মধ্যে প্রায় ২ হাজার ৫০০ জন এর ও বেশি লিনাক্স পাঠশালার। এ ছাড়া আরও অনেকে রয়েছেন যারা দেশের বাইরে লিনাক্স প্রফেশনাল হিসেবে নিজেদের ক্যারিয়ার গড়েছেন। প্রতিষ্ঠানটি রেডহ্যাট লিনাক্স কোর্সের পাশাপাশি সিসকোর বিভিন্ন নেটওয়র্কিং কোর্স, এমাজন এর বিভিন্ন ক্লাউড কোর্স, উইন্ডোজ সার্ভার ২০১৬ এর কোর্স, ভি এম ওয়্যার , সার্টিফাইড এথিকাল হ্যাকার এর কোর্স পরিচালনা করে থাকে।

Exit mobile version