টেক ফ্যাশন

লেনোভোর চমক স্মার্ট ডিসপ্লে

By Baadshah

January 16, 2018

চমক দিল লেনোভো। আনল স্মার্ট ডিসপ্লে। যুক্তরাষ্ট্রের লাগ ভেগাসে ৯ থেকে ১২ জানুয়ারি অনুষ্ঠিত হলো কনজ্যুমার ইলেকট্রোনিক্স শো। তথ্যপ্রযুক্তির বড় এই প্রদর্শনীতে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো একটি স্মার্ট ডিসপ্লে প্রদর্শন করে। ডিভাইসটি প্রদর্শনীতে সবার নজরকাড়ে। গুগলের সঙ্গে যৌথভাবে এই স্মার্ট ডিসপ্লে তৈরি করেছে লেনোভো।

স্মার্ট এই ডিসপ্লেতে আছে ইন বিল্ট গুগল অ্যাসিসট্যান্ট। সেখানেই আপনি পেয়ে যাবেন লেটেস্ট ওয়েদার, ট্রাফিক, আপনার সারা দিনের শিডিউল সহ আরও অনেক কিছু।

এছাড়াও গুগুল ডুওর মাধ্যমে আপনি করতে পারবেন ভিডিও কল। এর মধ্যে আছে লেটেস্ট কোয়ালকম এসডিএ ৬২৪ চিপসেট। এই চিপসেট এই স্মার্ট ডিভাইসের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।

ডিভাইসটির দাম জানা যায়নি। এটি ঠিক কবে নাগাদ বাজারে আসবে সে সম্পর্কেও কোনো আভাস দেয়নি লেনোভো। তবে ধারণা করা হচ্ছে এটি মধ্য ঘরানার স্মার্টফোনের দামের সমতুল্য হবে।