Closeup of businessman holding a telephone receiver about to make a phone call on landline telephone. Conceptual of customer service or telemarketing.

অ্যাপ রিভিউ

ল্যান্ডলাইনেও ভিডিও কল ও ম্যাসেজ করার সুযোগ

By Baadshah

June 01, 2018

চ্যাটিং থেকে শপিং এখন সবই চলে হাতের মুঠোর স্মার্টফোনের সাহায্যে ৷ স্মার্টফোন ছাড়া বর্তমান সমাজ প্রায় অচল। তবে এখনও অনেকেই আছেন যারা স্মার্টফোনে খুব একটা স্বাচ্ছন্দ্য নন ৷ তাদের ভরসা এখনও সেই ল্যান্ডলাইন ৷ এবার তাদের কথা মাথায় রেখেই ল্যান্ডলাইনে স্মার্টফোনের ফিচার নিয়ে আসতে চলেছে ভারতের বিএসএনএল সংস্থা৷ ভারতের রাজস্থানে বিএসএনএল সংস্থা এবার ল্যান্ডলাইনে নিয়ে আসতে চলেছে এসএমএস, চ্যাটিং ও ভিডিও কলের সুবিধা ৷ নেক্সট জেনারেশন নেটওয়ার্কিং প্রযুক্তির সাহায্য পরিসেবা আরও উন্নত করা হচ্ছে ৷

এ সুবিধা দেওয়ার জন্য ল্যান্ডলাইনগুলি অ্যাপ ফোনে আপগ্রেড করা হবে ৷ পাশাপাশি গ্রাহকরা নিজেদের মোবাইল নম্বরটি ল্যান্ডলাইন নম্বরের সঙ্গে যোগ করে নিতে পারবেন এবং যে কোনও জায়গা থেকে সেটি ব্যবহার করতে পারবেন ৷ এখন তাই ল্যান্ডলাইনের ফোন মোবাইলেও ধরা যেতে পারে ৷ ফলে বাড়িতে না থাকলেও বাইরে থেকেও ল্যান্ডলাইনে আসা কল রিসিভ করার সুযোগ পাওয়া যাবে ৷ ভারতের রাজস্থানে ২জি টাওয়ারও আপগ্রেড করা হচ্ছে ৷ ফলে গ্রামীণ এলাকায় দ্রুত ইন্টারনেট পরিসেবা পাবেন গ্রাহকরা ৷