ইভেন্ট

ল্যাপটপ মেলায় মিলছে অ্যালেক্সা স্পিকার আর মশা মারার যন্ত্র!

By Baadshah

August 03, 2018

ল্যাপটপ মেলায় নতুন ব্র্যান্ডের আগমন হয়েছে, ইউগ্রিন এবং জিজিএমএম । চীনা এ দুটি ব্র্যান্ডের আছে প্রচুর অ্য়াক্সেসরিজ, ডেটা ক্যাবল, ক্যাবল সামলানোর জন্য নানাবিধ ক্লিপ, অ্যাডাপ্টার নিয়ে হাজির হয়েছে।জিজিএমএমের ব্লুটুথ স্পিকারের দেখা মিলল এবারই প্রথম। ছোটখাট স্পিকারটির সাউন্ড খুবই বেশী, একটি রুমের সবাই সুন্দরভাবে গান শুনতে পারবেন। ব্লুটুথের মাধ্যমে গান শুনা যাবে অন্তত ৬ ঘণ্টা। সাউন্ডের মানও মন মাতানোর মত, তবে স্পিকার ছোট হওয়ায় বেইস একটু কম।

স্পিকারটির মূল চমক, অ্যামাজন অ্য়ালেক্সার উপস্থিতি। এর ফলে স্পিকারটির মাধ্যমে ভয়েস কমান্ড দিয়েই সেরে ফেলা যাবে অনেক কাজ। মূল্য ৪ হাজার টাকা।

মশার যন্ত্রনা আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। সেটি মাথায় রেখেই ইউগ্রিন এনেছে ইউএসবি চালিত মশা মারার যন্ত্র। এতে আছে দুটি রিফিল, যে কোনো ইউএসবি পোর্টে লাগিয়ে রাখলে আশপাশের মশা পালিয়ে যাবে। মূল্য ৬৫০ টাকা।