TechJano

শতকোটি অ্যাকাউন্টের মাইলফলক স্পর্শ করেছে উইচ্যাট

শতকোটি অ্যাকাউন্টের মাইলফলক স্পর্শ করেছে উইচ্যাট। এক্ষেত্রে অ্যাকাউন্ট সংখ্যা বলতে আলাদা আলাদা ব্যবহারকারীর সংখ্যা নয় বরং অ্যাপটিতে মোট কতগুলো অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই সংখ্যাকে বোঝানো হয়েছে। এতে একজন ব্যবহারকারী একাধিক অ্যাকাউন্ট খুলতে পারেন। সামাজিক যোগাযোগের পাশাপাশি ভ্রমণের বুকিং আর লেনদেন সম্পন্ন করতেও এই প্লাটফর্ম ব্যবহৃত হয়ে থাকে। অ্যাকাউন্ট সংখ্যা বাড়ার এই দৃষ্টান্ত অ্যাপটির আধিপত্য বিস্তার তুলে ধরে বলে উল্লেখ করা হয়েছে প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে।এ নিয়ে একজন বিশ্লেষক-এর উদ্ধৃতি প্রকাশ করেছে দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস। তিনি বলেন, অ্যাকাউন্ট সংখ্যা বৃদ্ধির অধিকাংশই এসেছে দক্ষিণপূর্ব এশিয়া, ইউরোপ আর যুক্তরাষ্ট্র থেকে। অনেক চীনা মানুষ দেশের বাইরে থাকছেন আর তারা চীনে থাকা তাদের বন্ধু ও আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করতে এই অ্যাপ ব্যবহার করছেন।চীনে উইচ্যাট সবচেয়ে আধিপত্য বিস্তারকারী সামাজিক যোগাযোগের অ্যাপ। দেশটিতে হোয়াটসঅ্যাপ বন্ধ করে রাখা হয়েছে, লাইন আর ফেইসবুক মেসেঞ্জার-এর ব্যবহারেরও সীমাবদ্ধতা আরোপ করে রাখা।

Exit mobile version