প্রযুক্তি বিশ্ব

শত কোটির মাইলফলক অতিক্রম করবে উইন্ডোজ ১০

By Baadshah

September 27, 2019

বর্তমানে পৃথিবীর প্রায় ৯৫ শতাংশ কম্পিউটার ‘উইন্ডোজ ১০’ অপারেটিং সিস্টেম ব্যবহৃত হচ্ছে। এরই সর্বশেষ সংস্করণ রেকর্ডের পথে।

এ বছরের মার্চ মাসে ‘উইন্ডোজ ১০’-এর ব্যবহারকারী সংখ্যা ছিল ৮০ কোটি। মাত্র ৬ মাসের ব্যবধানে আরও ১০ কোটি নতুন ডিভাইস যোগ হয়েছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে ২০২০ সালের মধ্যে ‘উইন্ডোজ ১০’ ১০০ কোটি ডিভাইসে চলবে।

এ বিষয়ে মাইক্রোসফট জানায়, এই ধারাবাহিকতা বজায় থাকলে আগামী বছর অর্থাৎ ২০২০ সালের প্রথম দিকে মাইক্রোফসফট শত কোটির মাইলফলক অতিক্রম করবে।

২০১৫ সালে ‘উইন্ডোজ ১০’ যাত্রা শুরু করে। কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট ও এক্সবক্স ওয়ান সবগুলো ডিভাইসেই ‘উইন্ডোজ ১০’ চলবে। এই অপারেটিং সিস্টেম ব্যবহারকারী ১০০ কোটি ছাড়ালেই ২০২০ সালের জানুয়ারি মাসে ‘উইন্ডোজ ৭’ বন্ধ করে দেওয়া হবে। কেননা অনেক ব্যবহারকারীই ‘উইন্ডোজ ৭’-এর পরিবর্তে ‘উইন্ডোজ ১০’ ব্যবহার করছেন।