এ বছরের শুরুতে রেডমি ৬ সিরিজ বাজারে ছেড়েছে চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি। এবারে এ সিরিজে নতুন স্মার্টফোন নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে। বলা হচ্ছে, শিগগিরই নোট সিরিজে রেডমি নোট ৬ প্রো বাজারে ছাড়বে শাওমি। ফোনটির ফিচার নিয়ে বেশ কিছু তথ্যও ফাঁস হয়েছে। ফাঁস হওয়া তথ্যে ফোনটি ছাড়াও এর রটেইল বক্সও দেখানো হয়েছে। এতে দেখা গেছে, নতুন নোট ৬ প্রো ফোনটি ডুয়েল ক্যামেরা সেটআপ নিয়ে বাজারে আসবে। এর সামনেও থাকবে ডুয়েল ক্যামেরা সেটআপ। অর্থাৎ, নোট ৬ প্রো হবে চার ক্যামেরার স্মার্টফোন।
বিভিন্ন ওয়েবসাইটে ফাঁস হওয়া তথ্য অনুযায়ীম নোট ৬ প্রো স্মার্টফোনটিতে ৬.২৬ ইঞ্চি ফুল স্ক্রিন ডিসপ্লে, ১৯:৯ অ্যাসপেক্ট রেশিও থাকবে। ফোনটিতে থাকবে চার হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। ডুয়াল সেলফি ক্যামেরার একটি হবে ২০ মেগাপিক্সেল ও একটি ২ মেগাপিক্সেলের সেন্সরের। পেছনের ক্যামেরা হবে ১২ ও ৫ মেগাপিক্সেল সেন্সরের।
ফোনটিতে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ থাকবে। এর আগে রেডমি নোট ৫ প্রোর মতোই এবারের নতুন ফোনটির একাধিক সংস্করণ থাকবে। ফোনটিতে ব্যবহৃত হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট, অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও ভিত্তিক এমআইইউআই ১০ সিস্টেম। সম্প্রতি বাংলাদেশের বাজারে রেডমি ৬ সিরিজে ‘রেডমি৬’ ও ‘রেডমি৬এ’ নামে নতুন দুটি স্মার্টফোন এনেছে শাওমি। রেডমি৬ ফোনে হেলিও পি২২ ও রেডমি৬এ ফোনে এ২২ চিপসেট ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড ওরিওচালিত রেডমি ৬ এর দাম ১২ হাজার ৯৯৯ টাকা আর রেডমি৬এর দাম ৯ হাজার ৯৯৯ টাকা।