নতুন পন্য

শাওমির নতুন রাউটারে চলবে ১২৮ ডিভাইস

By Baadshah

May 23, 2018

অবশেষে শাওমির নতুন ওয়াইফাই রাউটার বাজারে আসছে। ২৫ মে থেকে রাউটারটি বিক্রি শুরু হবে। রাউটারটির রঙ সাদা। রয়েছে ৪টি অ্যান্টেনা। থাকছে দুটি ল্যান পোর্ট আর একটি ইন্টারনেটের জন্য ওয়ান পোর্ট। তবে এমআই রাউটার ৪এ থাকছে না ইউএসবি। রাউটারটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক এমটি৭৬২১এ প্রসেসর, ১২৮ মেগাবাইট র‌্যাম আর ১২৮ মেগাবাইট স্টোরেজ। একত্রে ১২৮টি ডিভাইস এর সঙ্গে সংযুক্ত হতে পারবে।

এবার রাউটারের ল্যান ও ওয়ান পোর্টগুলো দেয়া হয়েছে গিগাবিট। ফলে ৫ গিগাহার্জ ওয়াইফাই নেটওয়ার্কের পুরো ব্যান্ডউইডথ ব্যবহারকারীরা কাজে লাগাতে পারবেন।স্মার্ট ডিভাইস ও ইন্টারনেট অফ থিংস ডিভাইসের সঙ্গে দ্রুত সংযুক্ত হওয়ার জন্য রাউটারটি মিনেট অপশন সমর্থন করবে।ডুয়াল ব্যান্ড রাউটারটি যাতে টানা ব্যবহারেও সমস্যা না হয় সেজন্য শাওমি সেটি ঠাণ্ডা রাখার দিকে জোর দিয়েছে। আশা করা হচ্ছে বার বার রিস্টার্ট দেয়ার প্রয়োজন হবে না।রাউটারটির দাম ১৯৯ ইউয়ান বা বাংলাদেশী মুদ্রা বিনিময়ে অন্তত ২৮০০ টাকা।