নতুন পন্য

শাওমির পোকো এফ ১ নিয়ে অভিযোগ!

By Baadshah

September 04, 2018

শাওমি ভক্তরা নিশ্চয়ই শাওমির বিরুদ্ধে অভিযোগ মানতে চাইবেন না। কিন্তু শাওমি তাদের পোকো এফ ১ ফোনের প্রচারে কিছুটা বাড়াবাড়ি করেছে বলেই অভেযোগ উঠেছে। অন্য ফোনে তোলা ছবি পোকো এফ ১ এ তোলা ছবি বলে চালিয়ে দেওয়া হয়েছে। এর আগে হুয়াওয়ে আর স্যামসাংয়র বিরুদ্ধে এমন অভিযোগ উঠলেও এবার শাওমির বিরুদ্ধে এমন অভিযোগ উঠছে।

ভারতের নিউজ ১৮ এর খবরে বলা হয়েছে, মি মিক্স ২ এস দিয়ে তোলা একটি ছবিকে পোকো এফ ১ দিয়ে তোলা ছবি হিসেবে প্রচারের চেষ্টা করেছেন শাওমির বস লেভেলের কেউ একজন। মি মিক্স দিয়ে তোলা ছবি এডিট করে পোকো এফ ১ এর বলে চালানোর বিষয়টি ধরা পড়েছে।

Faiso333 নামের এক রেডিট ব্যবহারকারী Donovan Sung, Xiaomi’s Director of Product Management and Global Spokesperson এর বিরুদ্ধে ওই অভিযোগ তোলেন। China’s National Centre for the Performing Arts এর সামনে গত ২২ এপ্রিল ওই ছবিটি মি মিক্স ২ এস দিয়ে তোলা পরে যা পোকো এফ ১ বলে চালানো হয়। শাওমির কি এসব করা লাগে?