নতুন পন্য

শাওমির প্রথম চার ক্যামেরার স্মার্টফোন,আছে ২৫০০ টাকা ছাড় পাওয়ার সুযোগ

By Baadshah

December 01, 2018

চার ক্যামেরাযুক্ত প্রথম স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। এই স্মার্টফোনটি আধুনিক ডিজাইনের। উচ্চগতির এলপিডিডিআর ফোর-এক্স র‌্যাম থাকায় রেডমি নোট-সিক্স প্রো এর পারফরম্যান্স চমৎকার।এতে রেডমি নোট-ফাইভ এআইয়ে থাকা ফিচারগুলোর আরও উন্নত সংস্করণ ব্যবহার করা হয়েছে।

এ সম্পর্কে শাওমির ভারতীয় উপমহাদেশের বৈদেশিক ব্যবসা সম্প্রসারণ বিভাগের প্রধান সংকেত আগারওয়াল বলেন,‘রেডমি নোট মানুষের আস্থা অর্জনের সক্ষম হয়েছে। রেডমি নোট ফাইভ এআই শক্তিশালী ডুয়াল ক্যামেরার স্মার্টফোন ছিল যা বাংলাদেশি গ্রাহকদের মধ্যে বেশ সাড়া ফেলে। এবার কম দামে মি ফ্যানদের আরও উন্নত ও সর্বশেষ স্মার্টফোন রেডমি নোট-সিক্স প্রো সরবরাহ করা হচ্ছে।’

রেডমি নোট সিক্স প্রো- চার ক্যামেরা, নচ ডিজাইন: এই স্মার্টফোনটি আধুনিজ ডিজাইনের। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬ অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। রেডমি নোট সিক্স প্রোতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন চারটি ক্যামেরা। এর ব্যাটারি ক্ষমতা ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার যা দুইদিন পর্যন্ত ব্যাকআপ দেবে। ডুয়েল সিম সুবিধার এই ফোনে হাইব্রিড স্লট সুবিধা থাকায় মাইক্রো এসডি কার্ডও ব্যবহার করা যায়। রেডমি নোট-সিক্স প্রো কিনলে ক্রেতারা বক্সের ভেতরে একটি ফ্রি সফট কেস পাবেন।

অসাধারণ সেলফির জন্য রেডমি নোট সিক্স প্রো-এর ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ২০+২ মেগাপিক্সেলের ক্যামেরা। এর ১২+৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরায় ১.৪ মাইক্রন পিক্সেল সেন্সরের কারণে অল্প আলোতেও খুব ভালো মানের ছবি তুলতে সক্ষম।

নচ ডিজাইনসহ এই স্মার্টফোনের ৬ দশমিক ২৬ ইঞ্চির ফুল এইচডিপ্লাস ডিসপ্লে রয়েছে যার রেশিও ১৯:৯। এর ডিসপ্লের নিরাপত্তায় রয়েছে কর্নিং গরিলা গ্লাস। এটা ব্ল্যাক (কালো) এবং লেক ব্লু কালারে পাওয়া যাবে।

এর দুটি ভার্সন রয়েছে। ৩গিগা+৩২গিগা ভার্সনটি ১৭ হাজার ৪৯৯ টাকায় এবং ৪ গিগা+ ৬৪ গিগা ভার্সনটি ২০ হাজার ৪৯৯ টাকায় পাওয়া যাবে। ২৮ নভেম্বর থেকে শুধু দারাজ ডট কম থেকে স্মার্টফোনটি কিনতে পারবেন গ্রাহকরা।

ছাড়: কুপন কোড হিসেবে RN6PRO ব্যবহার করলে ১ হাজার ৫০০ টাকা ছাড় পাওয়া যাবে। যেকোনও কার্ডের সাহায্যে আগেই দাম পরিশোধ করলে আরও ১ হাজার টাকা ছাড় পাবেন গ্রাহকরা। অর্থাৎ মোট ২ হাজার ৫০০ টাকা ছাড় পাওয়া যাবে। ফলে ৩+৩২ জিবি পাওয়া যাবে ১৪ হাজার ৯৯৯ টাকায় এবং ৪+৬৪ জিবি পাওয়া যাবে ১৭ হাজার ৯৯৯ টাকায়।