smartbike

দেশ

শাওমির স্মার্ট বাইক এখন দেশে

By Baadshah

January 13, 2018

স্মার্টফোন ও ট‍্যাব এক্সপোতে স্মার্ট বাইক এনেছে শাওমি।মেলায় প্রতিষ্ঠানটির স্টলে দেখা মিলছে কিউআই নামে স্মার্ট বাইকটির। এই বাইকটি সহজেই ভাঁজ করা যায়। মেলা উপলক্ষ‍্যে বাইকটি কিনলে পাওয়া যাবে ১০ শতাংশ মূল্যছাড়।বাইকটিতে ব্যাটারিচালিত মোটর ব্যবহার করা হয়েছে। ফলে ব্যাটারি চার্জ করে অনায়াসেই ঘুরে আসা যাবে ৪৫ কিলোমিটার। চার্জ শেষ হয়ে গেলেও প‍্যাডেল চালিয়ে চালানো যাবে এটি।এমনকি প‍্যাডেল চালালে বাইকটি চার্জ হবে। বাইকটি ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত করা যাবে।আর ফোনের মাধ্যমে বাইকটিকে নিয়ন্ত্রণ করা যাবে।কালো রঙের স্মার্ট বাইকটির সিট চালকের উচ্চতা অনুযায়ী অ্যাডজাস্ট করে নেয়া যাবে।মোটরসাইকেলের মতই গতিময়তা ধরে রাখার জন্য তিনটি গিয়ার রয়েছে। হাতলের গ্রিপে গিয়ার চেঞ্জার রয়েছে। অ্যালুমিনিয়াম বডির তৈরি শাওমির বাইকটির সামনের চাকায় ছোট্ট কিন্তু শক্তিশালী একটি মোটর রয়েছে।বাইটির ওজন ১৪ কেজি এবং মূল‍্য ৭৪ হাজার ৯৯০ টাকা। মেলা মিলছে উপলক্ষে ১০ শতাংশ ছাড় রয়েছে।