নতুন পন্য

শাওমির ৮ জিবি র‌্যামের গেমিং ফোন ব্ল্যাক শার্ক, কেমন হবে ?

By Baadshah

April 15, 2018

অবশেষে বাজারে আসলো চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান শাওমির স্মার্টফোন। ব্ল্যাক শার্ক এই ফোনটিতে ৮ জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে কোয়ালকমের সর্বাধুনিক প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৪৫। চীনের বাজারে ব্ল্যাক শার্ক বিক্রি হচ্ছে ২ হাজার ৯৯৯ ইয়েনে। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৩৯ হাজার ৬৫৯ টাকা।

৫.৯৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লের এই ফোনটি শাওমির প্রথম গেমিং স্মার্টফোন। এটি শাওমির প্রথম স্মার্টফোন যেটাতে ওয়াটার কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।

ফোনটি আনুষ্ঠানিকভাবে বিক্রির ঘোষণা দিলেও এটি ২০ এপ্রিল থেকে বাজারে কিনতে পাওয়া যাবে। চীনের ই-কমার্স ওয়েবসাইট ইউপিন এবং জেডে ডটকমে ফোনটিকে পাওয়া যাবে।

শাওমির ব্ল্যাক শার্ক ফোনটি সবুজ এবং কালো রঙে পাওয়া যাবে। ব্লটুথ ৪.০ কানেকটিভিটি সমৃদ্ধ ফোনটিতে কন্ট্রোলার ডক রয়েছে। এই ডক অনেকটা গেমিং কনসোলের মত। এই ডকে রয়েছে জয়স্টিক, ট্রিগার বাটন এবং হেডসেট সংযুক্ত করার অডিও জ্যাক রয়েছে।

দুইটি ভার্সনে ফোনটি পাওয়া যাচ্ছে। একটিতে আছে ৬ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি রম। অন্য ভার্সনে রয়েছে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম।

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর সম্বলিত এই ফোনটিতে অ্যাড্রিনো ৬৩০ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট ব্যবহার করা হয়েছে।

ফোনটিতে ২০ এবং ১২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে। সেলফি ক্যামেরা ২ মেগাপিক্সেলের।

ব্ল্যাক শার্ক নামের এই ফোনটিতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। যা দীর্ঘক্ষণ ব্যাকআপ দেবে।