প্রযুক্তি বিশ্ব

শাওমি আনঅফিসিয়াল ফোন ব্লক করে দেবে

By Baadshah

September 13, 2021

আনঅফিসিয়াল ফোন ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। এই সিদ্ধান্তের ফলে স্মার্টফোন রিসেলিংয়ের ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে মনে করেন বাজার বিশেষজ্ঞরা।

শাওমি জানিয়েছে, বিশ্বের যেসব দেশে শাওমির ব্যবসা নেই, সেসব দেশের ফোন ব্লক করা হবে। এই তালিকায় রয়েছে সিরিয়া, কিউবা, ইরান, সুদান, উত্তর কোরিয়া। অনুমোদনহীন দেশগুলোতে যে সব শাওমি ডিভাইস সক্রিয় রয়েছে, কিছুদিনের মধ্যেই সেগুলো অকার্যকর হয়ে পড়বে।

বেশ কয়েকটি দেশে শাওমি ব্যবসা না করলেও বেআইনিভাবে পাচারকারীদের হাত ধরে দেশগুলোতে তাদের স্মার্টফোন পৌঁছে গেছে। সাম্প্রতিক সময়ে পাচারকৃত কোন স্মার্টফোন যাতে নিষিদ্ধ দেশগুলোতে ব্যবহার করা না যায়, তা নিশ্চিত করতে কাজ করছে শাওমি।