TechJano

শাওমি আনছে রেডমি কে৩০, কি থাকবে এতে?

আবার চমক দিতে আসছে শাওমি। রেডমি কে ২০এরপর আসছে কে ৩০। রেডমি কে৩০ হবে গেইমিং ফোন। এমনটাই ধারণা করা হচ্ছে।

এটি ফাইভজি নেটওয়ার্ক সাপোর্ট করবে। উইবো পোস্টে এ তথ্য জানিয়েছেন রেডমির জেনারেল ম্যানেজার লু ওয়েবিং।

ফোনটি এখনো রিসার্চ ও ডেভেলপমেন্ট পর্যায়ে আছে। আগামী বছরের প্রথম ভাগে ফোনটি বাজারে আনা হবে।

রেডমি কে৩০ এলে সেটাই হবে রেডমি ব্র্যান্ডের প্রথম ফাইভজি ফোন।

জুনে বাজারে আসা রেডমি কে২০ ও রেডমি কে২০ প্রোর ১ মিলিয়ন (১০ লাখ) ইউনিট বিক্রি হয়েছে। এ ধারাবাহিকতায় নতুন রেডমি কে৩০ আসবে।

Exit mobile version