নতুন পন্য

শাওমি আনছে রেডমি ৬ প্রো, কি থাকছে?

By Baadshah

August 26, 2018

হিংসে হয়? শাওমি বিশ্বজুড়ে স্মার্টফোনে চমক দিয়ে যাচ্ছে। অন্যান্য ব্র্যান্ডের জন্য শাওমি এখন হুমকি। এক মানের দিক থেকে আরেক দামের দিক থেকে। ধারাবাহিকতা বজায় রেখে শিগগির যুক্তরাষ্ট্রের বাজারে রেডমি ৬ প্রো উন্মোচন করতে পারে শাওমি। রেডমি নোট ৬ প্রো মডেলটির দেখা পাওয়া গেছে বেঞ্চমার্কে।

রেডমি নোট ৬ প্রো হবে শাওমির প্রথম ডিভাইস যা যুক্তরাষ্ট্রের বাজারে উন্মোচন দিয়ে বিশ্বব্যাপী বিক্রির ঘোষণা দেবে চীনা প্রতিষ্ঠানটি।

রেডমি ৬ প্রো তিনটি সংস্করণে বাজারে আসতে পারে। ৩ জিবি র‍্যাম ৩২ জিবি রম, চার জিবি র‍্যাম ৩২ জিবি রম এবং চার জিবি র‍্যাম ও ৬৪ জিবি রমের। এগুলো হবে পাঁচটি রঙে পাওয়া যাবে।

সোনালি, কালো, গোলাপী, নীল ও লাল রঙের।উন্মোচন হতে যাওয়া রেডমি ৬ প্রো ।

স্মার্টফোনটিতে থাকতে পারে ৫.৪৫ ইঞ্চি নচ ডিসপ্লে। যার অ্যাসপেক্ট রেশিও হবে ১৯:৯ এবং স্ক্রিনের রেজুলেশন ১০৮০*২২৮০ পিক্সেল।ফোনটি চলবে এমআইইউআই ১০ ভিত্তিক অ্যান্ড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেমে। থাকবে শক্তিশালী ব্যাটারি ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার।

১২ মেগাপিক্সেলের প্রাথমিক ডুয়েল রিয়ার ক্যামেরা।তবে ফোনটি নিয়ে শাওমি অফিসিয়ালি মুখ খোলেনি কবে নাগাদ রেডমি নোট ৬ সিরিজ উন্মোচন করা হবে। যুক্তরাষ্ট্রে ফোনটি উন্মোচন করার সময় এটি ভারতের বাজারেও আসবে। ভারতের বাজারে নতুন সিরিজ পোকোফোন এফ ১ বাজারে এনেছে শাওমি। এটি বিশ্বের ৫০ টি দেশে বিক্রি শুরু হবে। বাংলাদেশেও আসতে পারে।