বাংলাদেশে শাওমি (Xiaomi) স্মার্টফোনের দাম মডেল ও স্পেসিফিকেশনের উপর ভেরিয় করে; বাজেট থেকে প্রিমিয়াম পর্যন্ত বিভিন্ন অপশন পাওয়া যায়।
শাওমি (Xiaomi) ফোনের দাম — বাংলাদেশ, ২০২৫ (সাম্প্রতিক তথ্য)
বাংলাদেশে শাওমি (Xiaomi) স্মার্টফোনের দাম মডেল ও স্পেসিফিকেশনের উপর ভেরিয় করে; বাজেট থেকে প্রিমিয়াম পর্যন্ত বিভিন্ন অপশন পাওয়া যায়। সামগ্রিকভাবে দাম প্রায় ৳১০,০০০ থেকে ৳১,৩০,০০০+ পর্যন্ত হতে পারে।
📱 জনপ্রিয় শাওমি ফোন ও তাদের আনুমানিক দাম
📱 প্রিমিয়াম ও উচ্চ-শেষ মডেল
📌 দ্রষ্টব্য: এই দামগুলো বাজারভিত্তিক আনুমানিক; দোকানভেদে বা অফিশিয়াল/ আনঅফিশিয়াল ইম্পোর্টের উপর ভিত্তি করে ভিন্নতা থাকতে পারে।
ঈদকে সামনে রেখে জনপ্রিয় কয়েকটি স্মার্টফোনের দাম কমায় শাওমি। গ্রাহকদের ঈদ আনন্দকে আরও বাড়িয়ে তোলার জন্যই এমন উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। দাম কমানো স্মার্টফোনগুলো হলো রেডমি নোট-৫, রেডমি-৫ প্লাস এবং রেডমি-৫।
এই তিনটি মডেলের দুটি করে সব মিলিয়ে ৬টি ভার্সনের দাম কমানো হয়েছে। এর মধ্যে রেডমি নোট-৫ এর দুটি ভার্সনেরই দাম কমেছে প্রায় ৩ হাজার টাকা। রেডমি-৫ প্লাসের দাম কমেছে প্রায় ২ হাজার ৫০০ টাকা এবং রেডমি ফাইভের দাম কমেছে প্রায় ১ হাজার ৫০০ টাকা।
গত মাসে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরুর সময় শাওমির ভাইস প্রেসিডেন্ট ও শাওমি ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মানু জেইন বলেছিলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে শাওমির দাম কমানো হবে। এক মাসের মধ্যেই আশ্বাস বাস্তবায়ন করলেন তিনি।