শাওমি ভক্তদের জন্য বিশাল সুখবর দিচ্ছেন শাওমি বাংলাদেশের পরিবেশক সোলার ইলেক্ট্রো বাংলাদেশ লিমিটেড-এর প্রধান নির্বাহী দেওয়ান কানন। বাংলাদেশে শাওমির নতুন স্মার্টফোনসহ বেশ কিছু সুখবর আসতে পারে। দেওয়ান কানন এক ফেসুবক পোস্টে লিখেছেন, Something wonderful is about to happen !!!
#BestAISelfie #MiBangladesh #XiaomiBangladesh
তার ওই পোস্ট দেখে মনে হচ্ছে, বিশেষ সেলফি ফোন আনতে পারে শাওমি। এতে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা।
শাওমি ভক্তদের জন্য সুখবর আছে: দেওয়ান কানন
এর আগে এক ফেসেবুক পোস্টে কানন লেখেন, শাওমির নতুন চমক ফ্ল্যাগশিপ স্মার্টফোন মি মিক্স ২ এস। ফেসবুক পোস্টে মি মিক্সে তোলা ছবি পোস্ট দিয়ে কানন লিখেছেন, Shot on #MiMIX2S in #AiMode An amazing device which is perfect combination of Art & Technology along with superb Ai Dual Camera from Xiaomi . Will be available for Bangladesh Mi Fans from this week. #MiBangladesh #Xiaomi #Mi কি থাকবে মি মিক্স টু এস স্মার্টফোনটিতে? কানন জানান, মি মিক্স ২ এস হলো শাওমি’র ষ্টেট-অব-দ্য-আর্ট ফ্ল্যাগশিপ মডেল। ডিজাইনের দিক থেকে এটিতে অনেক প্রাধান্য দেয়া হয়েছে। এ মডেলটি মূলত প্রিমিয়াম কাস্টমারদের টার্গেট করেই বাজারে আনা হয়েছে। এটিতে বাজারের সর্বাধুনিক প্রযুক্তির চিপ প্রস্তুতকারক মার্কেট লিডার কোয়ালকমের ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। ৫,৯৯ ইঞ্চির বেজেল-লেস স্ক্রীনের প্রিমিয়াম এক্সপেরিয়েন্স ফোনটিকে করেছে আরও সৌন্দর্যশালী। কয়েক ধাপের ষ্টোরেজ সুবিধা সম্বলিত এ মডেলটিতে আছে বুদ্ধিমত্তাযুক্ত নানা সুবিধা। স্মার্টফোনটির পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক দৃশ্য শনাক্তকরণ প্রযুক্তি ও উন্নত ফেস আনলক ফিচারের মতো নতুন কিছু ফিচার রয়েছে।
এর বাইরে নতুন চমকের কথা শিগগিরই জানাবেন কানন।