শাওমি ভক্তদের জন্য সুখবর। স্মার্টফোনের নকশার ক্ষেত্রে উদ্ভাবনী ক্ষমতা দেখাতে যাচ্ছে চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। মি মিক্স টু এস নামের নতুন একটি স্মার্টফোন বাজারে ছাড়বে প্রতিষ্ঠানটি। গতকাল সোমবার শাওমির প্রধান নির্বাহী কর্মকর্তা লি জুন চীনের সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ওয়েবুতে নতুন স্মার্টফোন আবার বিষয়টি নিশ্চিত করেছেন। লি জুন বলেছেন, মি মিক্স টু এস স্মার্টফোনটির চারদিক হবে বাঁকানো সিরামিকে তৈরি। ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি বিল্টইন স্টোরেজ সুবিধার একটি সংস্করণ বাজারে পাওয়া যাবে।
লি জুন আরও জানিয়েছেন, মি মিক্স টু এস ২৭ মার্চ চীনে একটি অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা দেওয়া হবে। এতে ফিচার হিসেবে থাকবে ম্যাটেরিয়াল ডিজাইন, স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট, ওয়্যারলেস চার্জিং সুবিধা, পেছনে খাড়াভাবে বসানো দুটি ক্যামেরা ও তাতে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত নানা সুবিধা।
এর আগে শাওমির নতুন এ স্মার্টফোন ঘিরে নানা তথ্য প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে ফাঁস হয়। স্ল্যাশলিকসে ৬ সেকেন্ডের এক ভিডিও টিজারে দেখানো হয়, শাওমির নতুন স্মার্টফোনটিতে সিরামিক ডিজাইন, পেছনে খাড়াভাবে সাজানো দুই ক্যামেরা সেটআপ ও বেজেললেস ডিসপ্লে থাকবে। সাদা রঙের স্মার্টফোনটির পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। এ ছাড়া শাওমির নতুন স্মার্টফোন ঘিরে ফাঁস হওয়া অন্যান্য তথ্যের মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক দৃশ্য শনাক্তকরণ প্রযুক্তি ও উন্নত ফেস আনলক ফিচারের মতো নতুন কিছু ফিচার।
নতুন স্মার্টফোনটির দাম ও অন্যান্য দেশের বাজারে আসার তারিখ সম্পর্কে এখনো বিস্তারিত জানায়নি শাওমি কর্তৃপক্ষ। তবে এর দাম তিন হাজার ২৯৯ ইউয়ান যা বাংলাদেশি টাকায় ৪৩ হাজার ৫০০ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।