প্রডাক্ট রিভিউ

শাওমি রেডমি নোট 6 প্রো অথোরাইজড কিনা কিভাবে বুঝবেন

By Baadshah

November 26, 2018

নতুন স্মার্টফোনের ব্যাপারে জানার আগ্রহটা কম বেশি সবারই থাকে। কারণ স্মার্টফোনের এপর সবার একটু আগ্রহের জায়গাটা একটু বেশি। আর বাজারে যত ব্র্যান্ডের স্মার্টফোন রয়েছে তাদের মধ্যে শাওমি ব্র্যান্ডের স্মার্ট ফোন ক্রেতাদের ভালোই আকৃষ্ট করেছে। কারণ শাওমি কম মূল্যে অনেকে ফিচার দিয়ে থাকছে। আর তাই ক্রেতারাও এদিকেই আকৃষ্ট হচ্ছেন। সদ্য মুক্তি পেয়েছে শাওমি রেডমি নোট সিক্স প্রো। জেনে নিন এই স্মার্টফোনটিতে কি কি ফিচার রয়েছে। ১. র‌্যাম ৪ জিবি/৬ জিবি।

২. স্টোরেজ রয়েছে ৬৪ জিবি

৩. ৬.২৬ ইঞ্চি ফুল এইচডি স্ক্রিন।

৪. টারি ৪ হাজার এমএএইচ।

৫. সামনের সেলফি ক্যামেরা ২০ এমপি। সেন্সর ২ এমপি।

৬. পিছনের ক্যামেরা ১২ এমপি+৫ এমপি।

৭. মোবাইলটির দাম ১২,৯৯৯ টাকা।

কিছু অসাধু ব্যবসায়ী চোরাই পথে আনা শাওমি স্মার্টফোন বিক্রি করছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন গ্রাহকরা। এই সমস্যা থেকে গ্রাহকদের বাঁচাতে অথরাইজড স্মার্টফোন চিহ্নিত করার নতুন একটি পদ্ধতি চালু করেছে শাওমি কর্তৃপক্ষ। এই পদ্ধতিতে একটি মেসেজের মাধ্যমেই একজন ব্যবহারকারী জানতে পারবেন তার শাওমি ফোনটি অথরাইজড কিনা। আপনার শাওমি ফোন অথরাইড কিনা সেটা জানতে প্রথমেই Mi লিখে স্পেস দিয়ে IMEI লিখুন। এরপর পাঠিয়ে দিন ২৬৯৬৯ নম্বরে। ফিরতি এসএমএসে এ সম্পর্কিত তথ্য চলে আসবে। শাওমি কর্তৃপক্ষ জানিয়েছে, অথরাইজড স্মার্টফোন বলতে শুধু বাংলাদেশের জন্য তৈরি স্মার্টফোনগুলোকেই বোঝায়। নেটওয়ার্ক সিস্টেমসহ বিভিন্ন প্রযুক্তি বিশ্লেষণ করে এগুলো তৈরি করা হয়। এ কারণে অথরাইজড স্মার্টফোনে সবচেয়ে ভালো সেবা পান গ্রাহকরা। এ সম্পর্কে শাওমির ন্যাশনাল ডিস্ট্রিবিউটর সোলার ইলেক্ট্রো বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী দেওয়ান কানন বলেন, চোরাই পথে আনা শাওমি স্মার্টফোনও অথরাইজড বলে বিক্রি করা হচ্ছে। আর গ্রাহকরা সেগুলো কিনে প্রতারিত হচ্ছেন। আমরা চাই না আর কোনও গ্রাহক প্রতারণার শিকার হোক। এ কারণেই নতুন এই পদ্ধতি চালু করা হলো।

শাওমি ফোনের দাম কমে গেছে, কোন ফোনের কত দাম?