জনপ্রিয়

শাওমি ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে

By Baadshah

September 20, 2020

১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে শাওমি। এছাড়াও শাওমি ৬৪ মেগাপিক্সেল ক্যামেরায় আরেকটি ফোন বাজারে আনবে। চীনের উইবোর এক প্রতিবেদনে জানা গেছে, নতুন এই ফোন দুইটির কোড নেম-গুয়াগুইন এবং গুয়াগুইন প্রো। গুয়াগুইনে থাকছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। গুয়াগুইন প্রোতে থাকছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা।

এই ফোনটি দুইটির মধ্যে একটি হবে ফ্লাগশিপ ডিভাইস। অন্যটি মিডরেঞ্জের। জিএসএম এরিনা তাদের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। যদিও প্রতিষ্ঠানটি বলছে ফোন দুইটির দাম হবে গ্রাহকদের হাতের নাগালে।