বরগুনা জেলার বেতাগী উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের আইসিটি বিষয়ে দক্ষতা উন্নয়নে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ গতকাল রোববার সকালে ইউটিডিসি হলে শুরু হয়েছে।
উপজেলা পরিষদের আয়োজনে ও জাইকা’র অর্থায়নে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মোল্লাার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান কবির। বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সেলিম আহমেদ, জাইকা’র প্রতিনিধি সুশান্ত কুমার বিশ্বাস ও প্রশিক্ষক মো. মশিউর রহমান শামীম।
প্রশিক্ষণে বেতাগী উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩২ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। আগামী ১২ জুলাই বিকেলে সমাপনী অনুষ্ঠান শেষে সনদপত্র বিতরণের মধ্যে দিয়ে এ প্রশিক্ষণের সমাপ্তি ঘটবে। সভা সঞ্চালকের দায়িত্ব পালন করেন একাডেমিক সুপারভাইজার এ এম মাসুদুর রহমান।