ইভেন্ট

শিখবে সবাই এর আয়োজনে ক্রিটেক

By Baadshah

February 16, 2018

দেশের কর্পোরেট আইটি প্রতিষ্ঠানগুলোকে নিয়ে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হচ্ছে কর্পোরেট ক্রিটেক টুর্নামেন্টের প্রথম আসর। দেশের ১৬টি আইটি প্রতিষ্ঠান এই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে। বাংলাদেশে আইটি ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা এবং বিশ্বের প্রযুক্তি উন্নয়নের সঙ্গে বাংলাদেশের ক্রমান্বয় ধারাবাহিকতা ধরে রাখার ক্ষেত্রে দেশীয় আইটি কোম্পানিগুলোর অবদান অনস্বীকার্য। আইটি সেক্টর আজকের সফলতার পেছনে আছে এসব প্রতিষ্ঠানের নেপথ্যে কাজ করা কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম। এসব নেপথ্যের কারিগরদের মানসিকভাবে আরও চাঙ্গা করে তুলতে আইটি কোম্পানিগুলোর অংশগ্রহনে বাংলাদেশে প্রথমবারের মতো একটি কর্পোরেট ক্রিটেক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছে ‘শিখবে সবাই’। নিঃসন্দেহে এই টুর্নামেন্ট আইটি সেক্টরের বিভিন্ন কোম্পানিগুলোর মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করবে যা দেশের আইটি সেক্টরকে আরও এক ধাপ এগিয়ে নিতে বিশেষ ভূমিকা রাখবে। এই টুর্নামেন্টে দেশের প্রথম সারির ১৬টি কোম্পানীকে চারটি গ্রুপে ভাগ করা হবে। প্রতি গ্রæপের একটি দল অপর একটি দলের মুখোমুখি হবে। গ্রুপের শীর্ষ দুটি দল নিয়ে হবে কোয়ার্টার ফাইনাল। এরপর হবে সেমিফাইনাল ও ফাইনাল। চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ টাকা, ট্রফি এবং মেডেল ও রানার্স-আপ দল পাবে ৫০ হাজার টাকা, ট্রফি এবং মেডেল। প্রতি খেলার ম্যান অব দ্য ম্যাচ পাবে ২ হাজার টাকা ও একটি ক্রেস্ট। এ ছাড়া ফাইনালের সেরা খেলোয়াড়ের জন্য ৪ হাজার টাকা ও একটি ক্রেস্ট। ম্যান অব দ্য টুর্নামেন্টের জন্য ১০ হাজার টাকা ও একটি ক্রেস্ট। বিস্তারিত :http://shikhbeshobai.com/critech/