প্রযুক্তি খবর

শিগগিরই যুক্তরাষ্ট্রে ল্যাপটপ রপ্তানি করবে বাংলাদেশ: মোস্তাফা জব্বার

By Editor

July 23, 2019

চলতি বছরের মধ্যেই স্থানীয় কয়েকটি কারখানায় দেশের চাহিদার প্রায় অর্ধেক মোবাইল সেট তৈরি করা সম্ভব হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

রোববার (২১ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন অব বাংলাদেশ- আইইবিতে ফাইভ-জি নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি আরো জানান, শিগগিরই বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রেও ল্যাপটপ রপ্তানি হবে।

সেমিনারে ফাইভ-জি নেটওয়ার্কের সম্ভাবনা ও প্রস্তুতির প্রয়োজনীয়তা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগে অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন এবং টেলিটকের উপ পরিচালক মো. রেজাউল করিম রিজভী।

এ সময় বলা হয়, ফাইভ-জি নেটওয়ার্কে দ্রুত ডাটা প্রসেসিং এর সুযোগ ব্যবহার করে অনেক সেবাখাতের বিকাশ ঘটবে। সেইসাথে চিকিৎসা, মৎস্য, কৃষি, জ্বালানিসহ বিভিন্ন শিল্পখাতও বহুমুখী গবেষণার সুফল পাবে উচ্চগতি ও প্রযুক্তির এ নেটওয়ার্কে।

সেমিনারে আইইবি’র সভাপতি প্রকৌশলী মো. আব্দুস সবুর, সাধারণ সম্পাদক মো. মনজুর মোরশেদ বক্তব্য রাখেন। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, আগামী চারবছরের মধ্যে দেশে ফাইভ-জি সেবা চালু করার জন্য সরকার কাজ শুরু করেছে।