প্রযুক্তি খবর

শিনহুয়া আনলো ভার্চুয়াল সংবাদ উপস্থাপক

By Baadshah

November 10, 2018

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভার্চুয়াল সংবাদ উপস্থাপক উন্মোচন করেছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়া নিউজ। স্যুট পরে অনেকটা রোবোটিক গলায় সংবাদ পড়বে এই উপস্থাপক। সংবাদমাধ্যমটির দাবি, “পেশাদার সংবাদ উপস্থাপকদের মতোই স্বাভাবিকভাবে লেখা পড়তে পারবে ভার্চুয়াল উপস্থাপক,” যদিও সবাই এতে একমত হবেন না।

প্রথম প্রতিবেদন পাঠের শুরুতে ইংরেজি বলা ভার্চুয়াল উপস্থাপকটি বলে, “হ্যালো, আপনারা দেখছেন ইংরেজি সংবাদ।” বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, ভার্চুয়াল সংবাদ উপস্থাপক বানাতে কাজ করেছে চীনা সার্চ ইঞ্জিন সোগোউ।

পরিচিতি ভিডিওতে উপস্থাপকটি জানায়, “আমার ব্যবস্থায় অবিরাম লেখা দেওয়া হলে আমি আপনাকে তা পড়ে শোনাতে অক্লান্ত পরিশ্রম করবো। সংবাদের সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করবো।” ভার্চুয়াল এই সংবাদ উপস্থাপকের একটি চীনা সংস্করণও রয়েছে। এই সংস্করণের জন্য ব্যবহার করা হয়েছে আলাদা চেহারা।

শিনহুয়ার পক্ষ থেকে বলা হয়, উপস্থাপকটি তাদের ওয়েবসাইট এবং সামাজিক মাধ্যমের চ্যানেলে দিনে ২৪ ঘন্টা কাজ করতে পারবে, “এতে সংবাদ প্রস্তুতের খরচ কমবে।” ব্রেকিং নিউজ প্রতিবেদনগুলোর জন্য এটি বেশি সহায়ক হবে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

ভার্চুয়াল উপস্থাপকের কন্ঠ, ঠোঁটের নড়াচড়া এবং অভিব্যক্তি মেলাতে একটি এআই ব্যবস্থা ব্যবহার করে হয়েছে। শিনহুয়ার মানব উপস্থাপকের থেকেই বিষয়গুলো নকল করা হয়েছে।