বেশিরভাগ শিশু স্মার্ট ডিভাইসে কার্টুন দেখা ও গেইম খেলে সময় কাটাতে পছন্দ করে। শিশুরা যেন এ স্মার্ট ডিভাইসেই লেখাপড়ায় হাতে খড়ি নিতে পারে সেজন্য রয়েছে বিভিন্ন অ্যাপ । ছোট সোনামণিদের আমরা ভালবাসি সেজন্য আমাদের প্রিয় স্মার্ট ফোন টি তাদের ব্যবহার করতে দেই । কিন্তু সোনামণিরা নানা গেইম খেলে তাদের এই সময় টা অযথা নষ্ট করে । আমাদের সোনামণিদের গেইমের পরিবর্তিতে যদি একটা এ্যাপ ধরিয়ে দেই কেমন হবে ? সেখান থেকে তারা তাদের প্রাথমিক শিক্ষার অনেক কিছু শিখে ফেলবে । হ্যা প্রাথমিক শিক্ষার অনেক কিছু শেখা হয়ে যাবে অ্যাপের মাধামে । সে রকমই একটি অ্যাপ শিশু শিক্ষা ।
প্রযুক্তির সাথে বেড়ে উঠা শিশুরা বর্ণমালা, গণনা, ছড়া প্রভৃতি শিখতে পারবে এই এ্যাপ দিয়ে । প্রযুক্তির উৎকর্ষে এখন সব কিছুই সহজতর হচ্ছে। নতুন এই অ্যাপ্লিকেশন কাজে লাগিয়ে খেলার ছলে শিশুদের শেখানোর চমৎকার একটি সুযোগ তৈরি হয়েছে।
এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো:
১. এতে বর্ণমালা দেখা যাওয়ার পাশাপাশি উচ্চারণ করেও শোনানো হয়।
২. অ্যাপস টি’তে আছে স্বরবর্ণ ,ব্যঞ্জনবর্ণ,গননা,এ্যালপাবেট(Alphabet)এবং ছড়া ধারাবাহিকভাবে সাজানো ।
৩. ছড়াগুলো আকর্ষণীয় উচ্চারণে দেওয়া আছে ।
৪. এ্যানিমেশনের সাথে সাথে আকর্ষনীয় উচ্চারণ ।
৫. এটি সম্পূর্ণ অফলাইনে কাজ করবে। তাই ইন্টারনেটের সংযোগ প্রয়োজন নেই।
৬.চাইলে অ্যাপ্লিকেশনটি বন্ধুদের সঙ্গে শেয়ারও করা যাবে।
১২ মেগাবাইটের অ্যাপ্লিকেশণটি ৫ স্টার রেটিং প্রাপ্ত, যা ৫ হাজারের উপরে ডাউনলোড হয়েছে, অ্যাপটি এ ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে।
ডাউনলোড লিংকঃ https://play.google.com/store/apps/details?id=com.sadevelopersbd.shishushikkha