অ্যাপ রিভিউ

শিশুদের বাংলা ছড়া শেখার অ্যাপ সোনামণির ছড়া (Sunamonir Chora)

By Baadshah

August 28, 2018

কার্টুনের নেশায় মেতে থাকা শিশুদের বাংলা ছড়া শেখানো বেশ কষ্টকর। অনেক ক্ষেত্রে আবার বাংলার চেয়ে ইংরেজি ছড়ার প্রতি তাদের ঝোঁক দেখা যায় বেশি। ‘আয় আয় চাঁদ মামা’ শেখার আগে তারা শিখে যায় ‘টুইংকেল টুইংকেল লিটল স্টার’ বা বা ব্লাক শিপের’ মতো ছড়া।

তবে প্রযুক্তির যুগে ট্যাব কিংবা স্মার্টফোনের দিকেও বাচ্চাদের ঝোঁক বেশি। এটিকে কাজে লাগিয়ে খেলার ছলে বাচ্চাদের বাংলা ছড়া শেখানোর চমৎকার একটি সুযোগ তৈরি করেছে ‘ সোনামণির ছড়া (Sunamonir Chora)’ নামের একটি অ্যাপে। সোনামনিদের জন্য তৈরি অ্যাপটিতে পাবেন বেশ কিছু মজার বাংলা ছড়া।

আতা গাছে তোতা পাখি – ata gache tota pakhi

বাক বাকুম পায়রা – bak bakum payra

হাট্টিমাটিম টিম – hattimatim tim

ওখানে কে রে – Okhane ke re

তাই তাই তাই – Tai tai tai

আয় আয় চাঁদ মামা / আয় আয় চাদ মামা – ay ay chad mama সহ মায়ের মুখের হারিয়ে যাওয়া সব মধুর ছড়া ।

এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো

অ্যাপটিতে রয়েছে জনপ্রিয় ১০ টি অতি পরিচিত এবং জনপ্রিয় ছড়া। প্রতিটিতে রয়েছে সুন্দর ও আকর্ষণীয় ছবি।

প্রতিটি ছড়ায় ক্লিক করলে আকর্ষণীয় উচ্চারণে ছড়াটি শোনা যাবে

অ্যাপটি সম্পূর্ণ অফলাইনে কাজ করবে। তাই একবার ডাউনলোডের পর আর ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে না।

অ্যাপটিতে রয়েছে শেয়ার ফিচার। তাই চাইলে বন্ধুদের সঙ্গে শেয়ারও করা যাবে।

৪.৭ রেটিং প্রাপ্ত অ্যাপ্লিকেশনটি ১০ হাজারের বেশি ডাউনলোড হয়েছে।

অ্যাপটি পাওয়া যাবে এই লিংকে

ডাউনলোড লিংকঃ https://goo.gl/TDHgfw

লেখক: মো: তারেক আহমেদ, অ্যাপ ডেভেলপার

https://www.facebook.com/tarekahmedmb/

আরও পড়ুন:

কিভাবে স্ক্রিন শট নেবেন? জেনে নিন সহজ সবগুলো উপায়