শিশু একাডেমিতে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন করা হয়েছে। ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস। দেশব্যাপি বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে দিবসটি উদযাপিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে – ‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’।
সরকারী-বেসরকারী বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশ শিশু একাডেমি কেন্দ্রীয় কার্যালয়, ৬৪ জেলা ও ৬ উপজেলা কার্যালয় বুক রিভিউ কার্যক্রম, বই প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠানসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দিবসটি উদযাপন করছে।
বাংলাদেশ শিশু একাডেমি কেন্দ্রীয় গ্রন্থাগারে আজ ৫ ফেব্রুয়ারি রবিবার শিশুদের জন্য বইপড়া উৎসব ও লাইব্রেরিতে বই পড়ার আনন্দ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন কথাসাহিত্যিক সুব্রত বড়–য়া, স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমির সভাপতি লাকী ইনাম।
অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনা করেন বাংলাদেশ শিশু একাডেমির গ্রন্থাগারিক রেজিনা আক্তার। বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট গ্রন্থাগার অত্যাবশ্যকীয়।