ট্রেন্ডিং

শীর্ষ-বিক্রিত মডেল শাওমি রেডমি ৬এ ও রেডমি ৬

By Baadshah

March 29, 2019

বিশ্বের শীর্ষ প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান শাওমি, আইডিসি-এর ২০১৮ সালের চতুর্থ প্রান্তিকের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী সম্প্রতি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন বিক্রেতা হিসেবে নিজেদেরকে ঘোষণা দিয়েছে।

ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন-এর (আইডিসি) এশিয়া/প্যাসিফিক কোয়ার্টারলি মোবাইল ফোন ট্র্যাকার, ২০১৮ সালের চতুর্থ প্রান্তিকের রিপোর্ট অনুযায়ী স্যামসাংকে সরিয়ে তৃতীয় অবস্থানে উঠে এসেছে শাওমি। বছরের চতুর্থ প্রান্তিকে  প্রতিষ্ঠানটির বাজার অংশীদারি বেড়ে হয়েছে ৮.২০ শতাংশ, সেই সাথে মোবাইল ফোন সরবরাহ আগের বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ বেড়েছে।

প্রতিবেদনটিতে আরো বলা হয় ২০১৮ সালের চতুর্থ প্রান্তিকে নতুন শীর্ষ-বিক্রীত মডেল হিসেবে মোট শিপমেন্টের ৫৬ শতাংশ রেডমি ৬এ ও রেডমি ৬। ২০১৮ সালের চতুর্থ প্রান্তিকে বাজারে আকর্ষণীয় মূল্যে পোকোফোন এফ১ নিয়ে আসার মাধ্যমে শাওমি এইদেশে তার পোকো সিরিজ চালু করে।

এন্ট্রি-লেভেল সেগমেন্টকে সম্প্রসারিত করতে ২০১৯ সালের প্রথম প্রান্তিকে শাওমি তাদের প্রথম অ্যান্ড্রয়েড গো স্মার্টফোন রেডমি গো বাজারে নিয়ে এসেছে।