TechJano

শুদ্ধাচার পুরস্কার প্রদান বাংলাদেশ হাই-টেক পার্কে

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর ২০২০-২১ অর্থ বছরে জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন উপ-পরিচালক নরোত্তম পাল এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী আনোয়ার হোসেন।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে আয়োজিত মাসিক সমন্বয় সভায় সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ।

শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে সকল মন্ত্রণালয়ের কর্ম-পরিকল্পনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য শুদ্ধাচার পুরস্কার প্রদানের কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে সরকার ‘শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা, ২০১৭’ প্রণয়ন করেছে।

সার্বিক মূল্যায়নে গ্রেড ১-১০ ভুক্ত উপ-পরিচালক (অপারেশন এন্ড মেইন্টেন্যান্স) নরোত্তম পাল সর্বোচ্চ ৯৭ নম্বর এবং গ্রেড ১১-২০ ভুক্ত আনোয়ার হোসেন সর্বোচ্চ ৯২ নম্বর পেয়ে ২০২০-২০২১ অর্থবছরে জাতীয় শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত হন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Exit mobile version