ইভেন্ট

শুরু হচ্ছে বেসিস সফটএক্সপো ২০১৮

By Baadshah

December 30, 2017

ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হচ্ছে বেসিস সফটএক্সপো। তিনব্যাপী আয়োজিত হবে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতেরজনপ্রিয় এই প্রদর্শনী। বাংলাদেশ অ্যাসোসিয়েশনঅবসফটওয়্যারঅ্যান্ডইনফরমেশনসার্ভিসেস (বেসিস) আয়োজিত তথ্যপ্রযুক্তির বৃহত্তম এই প্রদর্শনীতেএবারপ্রায় দুইশোদেশি-বিদেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠানেরজন্য নিজেদের পণ্য ও সেবাপ্রদর্শনের সুযোগ থাকছে। প্রদর্শনীএলাকাকেপাঁচটিভাগেভাগকরাহয়েছে। রয়েছেসফটওয়্যার সেবাপ্রদর্শনী জোন, উদ্ভাবনী মোবাইল সেবা জোন, ডিজিটালকমার্স জোন, আইটিইএস ও বিপিও জোনএবংক্লাউডক¤িপউটিং জোন। থাকবে ৩০টিরও বেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সেমিনার, যেখানে বক্তব্য রাখবেন এক শতাধিক দেশি-বিদেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ। থাকছে দেশি-বিদেশিব্যবসায়ীদের জন্যে বি-ট-ুবিম্যাচমেকিং সেশন।যারমাধ্যমে ব্যবসায়ীরানিজেদের ব্যবসার পসার খুব সহজেইকরতেপারবেন। পাশাপাশি থাকবেআইটি জব ফেয়ার জোন, যেখান থেকে দেশি-বিদেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতেকাজেরসুযোগ থাকছে। বেসিসসফটএক্সপো ২০১৮এরআহবায়ক ও বেসিসপরিচালক সৈয়দ আলমাসকবীরবলেন, দেশেরসফটওয়্যারপ্রতিষ্ঠানগুলোরস¤প্রসারণে এই এক্সপোর আয়োজনকরাহয়েছে। এতে প্রায় দুইশোপ্রতিষ্ঠান অংশ নেবে। দেশেরসফটওয়্যারের চাহিদাপূরণেসক্ষমতাপ্রদর্শন ও আস্থা তৈরিইএপ্রদর্শনীরলক্ষ্য।