প্রযুক্তি খবর

শুরু হতে যাচ্ছে ৩ দিনের জন্য ডিজিটাল ডিভাইস & ইনোভেশন এক্সপো-২০১৯

By Baadshah

October 11, 2019

আগামী ১৪ অক্টোবর থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে শুরু হতে যাচ্ছে ৩ দিনের জন্য ডিজিটাল ডিভাইস & ইনোভেশন এক্সপো-২০১৯।দেশের সর্বস্তরের মানুষের মাঝে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার এবং গেমারদের নতুন খেলার সর্বশেষ ভার্সন সহ আরও অনেক আয়োজন নিয়ে প্রতিবছর এই অনুষ্ঠান করা হয়।

প্রধান অতিথি হিসেবে থাকছেন মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। গেমিংপার্টনার হিসেবে এবার গিগাবাইট অংশ গ্রহণ করতে যাচ্ছে গিগাবাইটে  প্রতিবারের মত এবারও বাংলাদেশের জনপ্রিয় গেম  ‘হিরোস অফ ৭১’ খেলানো হবে। আরও আছে অনেক জনপ্রিয় গেম যেমন ফিফা ২০, রেইনবো-৬, সিএস- গো এর মধ্যে অন্যতম। অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে প্লেয়াররা খেলায় অংশ গ্রহণ করতে পারবে। স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে সরাসরি খেলতে পারবে যে কোনো প্লেয়ার।

প্রত্যেক খেলা থেকে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হবে যাদের মাঝে ১ লক্ষ টাকা সমমূল্যের পুরস্কার দেয়া হবে। এছাড়াও কুইজ খেলা, প্রোডাক্ট ডিসপ্লে সহ আরও অনেক আকর্ষণীয় আয়োজন করা হবে।