TechJano

শুরু হতে যাচ্ছে ৬ষ্ঠ বাংলাদেশ স্কুল অব ইন্টারনেট গভর্নেন্স বিডিসিগ-২০২২

ইন্টারনেট দুনিয়ায় অংশীজনের অংশগ্রহণের মধ্য দিয়ে ২৬-২৮ মে ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ বিডিসিগ। বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের আয়োজনে তিন দিন ব্যাপী এই স্কুল চলবে সকাল ৯:০০টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।

প্রযুক্তি শিল্প এবং ইন্টারনেট গভর্নেন্স বিষয়ক বিশিষ্ট বিশেষজ্ঞরা ইন্টারনেট গভর্ন্যান্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন, ডেটা সুরক্ষা এবং গোপনীয়তা, ইন্টারনেট অফ থিংস (আইওটি), সাইবার নিরাপত্তা, ডিজিটাল অর্থনীতি, চতুর্থ শিল্প বিপ্লবের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন।
সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, টেকনিক্যাল কমিউনিটি, একাডেমিয়া, যুব এবং মিডিয়ার স্টেকহোল্ডারদের যারা ইন্টারনেট গভর্নেন্স প্রক্রিয়ায় অংশগ্রহণে আগ্রহী তাদের স্কুলে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো যাচ্ছে।
BIGF এর পক্ষ থেকে সকল সফল অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হবে।
আমরা আপনাকে ইন্টারনেট গভর্নেন্সের ৬ষ্ঠ বিডিসিগ-এ অংশগ্রহণের জন্য নিবন্ধন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। নিবন্ধন করতে ভিজিট করুন : https://bdsig.bangladeshigf.org/fellowship-application/
আমরা আপনার সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করছি। এ ব্যাপারে আমরা আপনাদের বিশেষ সহযোগিতা কামনা করছি।

Exit mobile version