TechJano

শুল্ক বেড়েছে মোবাইল সিম রিমে

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোনের সিম ও রিম কার্ডের ব্যবহারের ওপর শুল্ক বাড়িয়েছে সরকার। ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। ফলে নতুন সংযোগ নেয়ার ক্ষেত্রে গ্রাহকদের খরচ বাড়বে।

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোনের সিম ও রিটের উপর সম্পূরক শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছিল।

আগামী অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের বাজেটের আকার পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। সে হিসাবে নতুন বাজেটের আকার ৪৪ হাজার ৮১০ কোটি টাকা বাড়ছে।

Exit mobile version