দেশ

শেরপুরে শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হবেল

By Editor

July 30, 2019

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও উদ্যোক্তা তৈরি করতে শেরপুরে শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হবে। তিনি আইসিটি শিল্পের উন্নয়নে ২৮টি হাই-টেক পার্ক প্রতিষ্ঠাসহ সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের উদ্যোক্তা তৈরী করতেও সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বলে তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী আজ শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সভাকক্ষে শেরপুর জেলাধীন শেখ রাসেল ডিজিটাল ল্যাব, ভাষা প্রশিক্ষণ ল্যাব এর মনিটরিং কর্মকর্তা (ইউএনও), আইসিটি ও কম্পিউটার শিক্ষক, ইউডিসি উদ্যোক্তা এবং আইসিটি বিভাগ কর্তৃক বাস্তবায়িত ইনফো সরকার প্রকল্প ফেইজ-৩ এর সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময়কালে এসব কথা বলছিলেন।

প্রতিমন্ত্রী সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সেবা সকলের নিকট পৌছে দেয়ার কথা উল্লেখ করে বলেন ২০২১ সালের মধ্যে সকল ইউনিয়ন উচ্চগতির ইন্টারনেট সংযোগের আওতায় আনা হবে। এ লক্ষ্যে সরকার ইনফো সরকার প্রকল্প-৩ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। বর্তমানে সরকারি ৫০০ সেবা অনলাইনে পাওয়া যাচ্ছে এবং আগামী তিন বছরে ২ হাজার সেবা অনলাইনে পাওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন সরকার শিক্ষার্থীদের প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে।

প্রতিমন্ত্রী গুজব বা মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে দলমত নির্বিশেষে সকলের প্রতি আহবান জানান। এর আগে প্রতিমন্ত্রী শেরপুর সদর উপজেলার হাই-টেক পার্কের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন।