ইভেন্ট

শেষ হলো দুই দিন ব্যাপি স্ক্র্যাচ প্রোগ্রামিং বুট ক্যাম্প।

By Baadshah

December 29, 2019

আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে শেষ হলো দুই দিন ব্যাপী স্ক্র্যাচ প্রোগ্রামিং বুট ক্যাম্প। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও মাকসুদুল আলম বিজ্ঞানাগারের ( ম্যাসল্যাব) উদ্দোগে এই  বুট ক্যাম্প অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম শহরের বিভিন্ন স্কুলের ৫ম থকে ১০ম শ্রেণীর মোট ৩৩ জন শিক্ষার্থী এই ক্যাম্পে অংশগ্রহণ করে।এই দুই দিনে শিক্ষার্থীরা স্ক্র্যাচে ব্লকের মতো ইন্টারফেস ব্যবহার করে অনলাইনে বিভিন্য কার্টুন,এনিমেশন,গেইমস প্রকল্প তৈরি করে। ক্যাম্প শেষে তারা ৫ জনের গ্রুপ করে টিমওয়ার্কের ভিত্তিতে বিভিন্ন প্রজেক্ট তৈরী করে।সেখানে তারা ২ টা গেইমস ও ৩ টা এনিমেশন স্টোরি বানায়।

বুট ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান এসোসিয়েট প্রফেসর মোঃ তানভীর আহসান এবং বিভাগের প্রফেসর মোঃ শামসুল আলম।ক্যাম্পে শেষে বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড.মোহাম্মদ আলী আজাদী চট্টগ্রামের শিক্ষার্থীদেরকে স্ক্র্যাচ প্রোগ্রামিং এ আগ্রহী করার জন্য আগামী মে মাসে বড় পরিসরে স্ক্যাচ ডে পালনের প্রতিশ্রুতি দেন।  দুই দিন ব্যাপী স্ক্র্যাচ প্রোগ্রামিং বুট ক্যাম্পটি পরিচালনা করেন বিডিওএসএনের প্রোগ্রাম সমন্বয়ক মোশাররফ হোসেন টিপু এবং ম্যাসল্যাবের মেন্টর মুনিম আহসান চৌধুরী।