ইভেন্ট

শেষ হলো বিডি গার্লস কোডিং কনটেস্ট ২০২২

By Baadshah

March 27, 2022

শেষ হলো বিডি গার্লস কোডিং কনটেস্ট ২০২২ হাইস্কুলের মেয়েদের অংশগ্রহণে শেষ হলো মেয়েদের কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা বিডি গার্লস কোডিং কনটেস্ট ২০২২। সারা দেশের হাইস্কুল পর্যায়ের মেয়ে শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় প্রোগ্রামিং সমস্যার সমাধান করে। ষষ্ঠ থেকে দশম ও এসএসসি ২০২১ ও ২০২২ পর্যায়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ কর। আজ ২৫ মার্চ ২০২২ শুক্রবার সকাল দশটা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এর আগে ২০ মার্চ ২০২২ তারিখ এ অনলাইন বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। বাছাই প্রতিযোগিতায় নির্বাচিত মেয়ে শিক্ষার্থীদের নিয়ে একটি মহড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গত ২৪ মার্চ তারিখে। সব শেষে মেয়ে শিক্ষার্থীরা চুড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত ৩০ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। আমেরিকা ভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান এডুকেশনাল চ্যারিটেবল এন্ড হিউম্যানিটারিয়ান অর্গানাইজেশন (ইকো-ইউএসএ)-এর পৃষ্ঠপোষকতায় ইকো-বিডি ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এই প্রতিযোগিতাটি আয়োজন করেছে। হাইস্কুলের মেয়ে শিক্ষার্থীদের কোডিংয়ের মাধ্যমে প্রবলেম সলভিং-এ দক্ষতা বাড়ানোর জন্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর আগে সারা দেশে সি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দিয়ে অনলাইন ও অফলাইনে প্রোগ্রামিং কর্মশালা করানো হয়। প্রতিযোগিতায় মেয়েদের প্রোগ্রামিংয়ের প্রাথমিক পর্যায়ের প্রোগ্রামিং বিষয়ে সমস্যা সমাধান করতে দেওয়া হয়। ফলাফল দেখা যাবে এই লিংকে: https://cutt.ly/dS93XJu। প্রতিযোগিতাটি অনলাইন জাজ “কোড মার্শাল (algo.codemarshal.org)” প্লাটফর্ম ব্যবহার করে আয়োজন করা হয়। বিজয়ীদের মোট ষাট হাজার টাকা পুরষ্কারের পাশাপাশি মেডেল, সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এছাড়া নির্বাচিতরা তিনদিনের আবাসিক ক্যাম্পে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ পাবে। উল্লেখ্য, প্রযুক্তিখাতে নারীদের যুক্ত করতে হলে স্কুল পর্যায় থেকেই মেয়েদের কোডিং শেখানো প্রয়োজন। এজন্য হাইস্কুলের পাঠ্যবইয়ে প্রোগ্রামিং বিষয়টি যুক্ত করেছে বাংলাদেশ সরকার। শ্রেণিকক্ষে পাঠ শেখার ক্ষেত্রে এগিয়ে থাকার জন্য এই প্রকল্প থেকে চেষ্টা চালানো হচ্ছে। প্রোগ্রামিংয়ের সঙ্গে পরিচিত করার জন্য প্রকল্পের আওতায় পিছিয়ে পড়া স্কুল ও প্রান্তিক এলাকার স্কুলে প্রোগ্রামিং ক্যাম্প, কর্মশালা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সারাদেশে অফলাইন ও অনলাইন কার্যক্রম পরিচালনা করে স্কুলের মেয়ে শিক্ষার্থীদেরকে প্রোগ্রামিং সম্পর্কে সচেতন করার মাধ্যমে ভবিষ্যতের বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে কাজের উপযুক্ত করে গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত হয়েছে এ সকল কার্যক্রম। বিডি গার্লস কোডিং প্রকল্পে সহযোগিতা করছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ কম্পিউটার সমিতি, বাংলাদেশ ওমেন ইন টেকনোলজি এবং ইন্টারনেট সোসাইটি-বাংলাদশ চ্যাপ্টার ও মাকসুদুল আলম বিজ্ঞানাগার (ম্যাসল্যাব)।