দেশ

সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কক্সবাজারে বিকাশের কর্মশালা

By Baadshah

August 13, 2018

মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি দেশের শীর্ষ স্থানীয় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড চট্টগ্রাম অঞ্চলের ডিস্ট্রিবিউটরদের জন্য কক্সবাজারে একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে।

বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনেভস্টিগেশন ডির্পাটমেন্ট(সিআইডি) এর ডেপুটি ইন্সেপেকটর জেনারেল শাহ আলম কর্মশালার অংশগ্রহণকারীদের সামনে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ আইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।

তিনি বিকাশ ডিস্টিবিউটরদের এই আইনের অন্তর্ভূক্ত নিয়মনীতি যথাযথভাবে প্রতিপালনের ব্যাপারেও গুরুত্বারোপ করেন। বিকাশ লিমিটেডের চিফ এক্সর্টানাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.), চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ কর্মশালায় উপস্থিত থেকে উমুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীদের মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সম্প্রতি কক্সবাজারের হোটেল কক্সটুডেতে অনুষ্ঠিত কর্মশালায় বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।