ক্যারিয়ার

সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে ক্যারিয়ার গড়ার সুযোগ

By Baadshah

February 15, 2019

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আম্বার গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ‘সফটওয়্যার ইঞ্জিনিয়ার’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

পদের নাম:

সফটওয়্যার ইঞ্জিনিয়ার

যোগ্যতা:

সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম স্নাতক অথবা স্নাতকোত্তর পাস হতে হবে। আবেদনের জন্য প্রার্থীর দুই থেকে চার বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। নির্বাচিত প্রার্থীদের ঢাকায় নিয়োগ দেওয়া হবে।

বেতন:

বেতন আলোচনা সাপেক্ষে। এ ছাড়া কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদনের পদ্ধতি:

প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ জীবনবৃত্তান্ত ও অন্যান্য কাগজপত্র পাঠাতে হবে এই ঠিকানায়। ঠিকানা : ডিরেক্টর (এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন), আম্বার গ্রুপ, হাউস-২, রোড-৯, ব্লক-জি, বনানী, ঢাকা-১২১৩। প্রার্থীরা ই-মেইলের মাধ্যমেও আবেদন করতে পারেন। ই-মেইল-resume@amber.com.bd।

আবেদনের শেষ তারিখ:

পদটির জন্য অনলাইনের মাধ্যমে ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তবে আগ্রহীরা আগামী ২০ ফেব্রুয়ারি, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র : বিডিজবস:

বিস্তারিত বিজ্ঞপ্তিতে: