টিপস ও টিউটোরিয়াল

সবচেয়ে বেশি হ্যাক হয় যে পাসওয়ার্ড গুলো

By Baadshah

January 03, 2020

তথ্য সুরক্ষায় শক্ত পাসওয়ার্ড দেওয়ার জন্য সবসময় সতর্ক করে থাকেন তথ্যপ্রযুক্তিবিদরা। কিন্তু এরপরেও অনেকে এমন সহজ পাসওয়ার্ড ব্যবহার করে যা সহজেই ভেঙ্গে ফেলতে পারে হ্যাকাররা।

যুক্তরাজ্যে এ বছরে হ্যাক হওয়া পাসওয়ার্ডগুলো প্রকাশ করেছে দেশটির ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার। পাসওয়ার্ডগুলো একেবারেই সাধারণ এবং সহজ। ফলে এগুলো সবচেয়ে বেশি হ্যাকড হয়।

একদমই অবাক হওয়ার কিছু নেই যে, এসব পাসওয়ার্ডের মধ্যে আছে, ১২৩৪৫৬, ১২৩৪৫৬৭৮৯, ১১১১১১১ মতো একেবারেই পরিচিত কিছু সংখ্যা।

পরিসংখ্যান জানাচ্ছে, pasword শব্দটিই পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করেন ৩৬ লাখ মানুষ। একইভাবে কি-বোর্ডের উপরের সারির প্রথম ছয়টি শব্দ qwerty পাসওয়ার্ড দেয় ৩৮ লাখ মানুষ।