TechJano

সব বন্ধ, রাস্তা ফাঁকা, পাঠাও, বাহন নেই

অ্যাপভিত্তিক পরিবহন সেবা পাঠাও ও বাহন বৃহস্পতিবার নিজেদের সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ।দেশের অন্যতম এই দুই রাইড শেয়ারিং কোম্পানির এমন ঘোষণার পর এ খাতে শীর্ষে থাকা উবারের সেবা পাওয়া যাচ্ছে না। সকাল থকেে রাস্তা পুরোপুরি ফাঁকা। গাড়ি নেই। পা্ওয়া যাচ্ছে না রাইড শেয়ারিং। চেক হচ্ছে সবজায়গায়।
পাঠাও জানায়, ৮ ফেব্রুয়ারি সকাল ৬টা হতে সাময়িকভাবে রাইডস সার্ভিস বন্ধ থাকবে। তাদের ফুড সার্ভিস ঢাকার কিছু নিদির্ষ্ট স্থানে চলবে। তবে সেবা পুনরায় কখন চালু করা হবে তা জানায়নি তারা।অন্যদিকে বাহন জানিয়েছে ৭ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২ টা হতে ৮ ফেব্রুয়ারি রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত তাদের সেবা বন্ধ থাকছে।উবার, পাঠাও, বাহন ছাড়াও দেশে স্যাম, আমার রাইড, মুভ, চলো অ্যাপে, ট্যাক্সিওয়ালা, ওই খালি, ইজিয়ার, লেটস গো ইত্যাদি নামে বিভিন্ন কোম্পানি অ্যাপভিত্তিক এই পরিবহন সেবা দিচ্ছে।তবে এসব সেবা বৃহস্পতিবার চালু থাকবে কিনা তা এখন জানা যায়নি।

Exit mobile version