সেবা অ্যাপেই মুহূর্তে মিলছে ক্যাটারিং থেকে শুরু করে লন্ড্রি, পার্লার, ইলেক্ট্রিশিয়ান, ড্রাইভার এমনি সব রকমের সার্ভিস। যা যে কেউই ঘরে বসে ডাকতে পারছেন। বর্তমানে সমগ্র ঢাকা জুড়ে দৈনন্দিন জীবনের ৮০ রকমেরও বেশি সার্ভিস পাওয়া যাচ্ছে সেবা অ্যাপ থেকে। সার্ভিস মার্কেটপ্লেস সেবা থেকে দৈনন্দিন জীবনের প্রায় সব গ্রহণ করা যাচ্ছে। অ্যাপের বিভিন্ন তথ্য সম্পর্কে সেবার সিইও আদনান ইমতিয়াজ হালিম জানান, ‘আমাদের লক্ষ্য বাংলাদেশের সকল স্তরের মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়া। এই জন্যই আমরা আমাদের অ্যাপে আরও নতুন সেবা সংযোজন এনেছি। বর্তমানে সমগ্র ঢাকা জুড়ে আমরা সার্ভিস প্রদান করছি। ২০১৮ সালের মধ্যে আমাদের কার্যক্রম ছড়িয়ে পড়বে গোটা বাংলাদেশ জুড়ে’। সেবার মাধ্যমে যেমন নাগরিক জীবনের ব্যস্ততায় মানুষেরা ঘরেই সার্ভিস পেয়ে উপকৃত হচ্ছেন, সঙ্গে আরও উপকৃত হচ্ছেন হাজারো ক্ষুদ্র ব্যবসায়ী। অ্যাপটি Sheba.xyz ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সকল সুবিধা পাবেন।