ক্যারিয়ার

সরকারিভাবে বিনা মূল্যে ৪১ টি কোর্সে প্রশিক্ষণের সুযোগ

By Baadshah

June 20, 2018

আপনি প্রস্তুত তো? সরকারিভাবে দক্ষ জনশক্তি তৈরিতে বিভিন্ন কোর্সের অধীনে বিপুলসংখ্যক তরুণ তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হবে।  হাই টেক পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে,বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন কালিয়াকৈর হাই-টেক পার্ক (এবং অন্যান্য হাই-টেক পার্ক) এর উন্নয়ন প্রকল্প এর আওতায় আগামীতে প্রায় ৪১টি কোর্সের উপর প্রশিক্ষণের আয়োজন করা হবে। কোর্সের বিষয়বস্তুগুলো শিগগিরই জানানো হবে। তবে বর্তমানে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে চাহিদা রয়েছে এমন কোর্সগুলো থাকবে। গ্রাফিকস ডিজাইন, ওয়েব ডিজাইন থেকে শুরু করে হার্ডওয়্যার শিল্পের অনেক কোর্স থাকবে। এ ছাড়াও এ প্রকল্পে অনেক ট্রেনার নিয়োগ করা হবে। যাঁরা ট্রেনার হতে চান বা প্রশিক্ষণ নিতে চান দ্রুত প্রস্তুত হন। কোন কোন বিষয় পছন্দের তা ঠিক করে মনস্থির করে রাখুন। সারা দেশের হাইটেক পার্কগুলো এর আওতায় থাকবে। এ ছাড়া সারা দেশের অনেকেই সুযোগ পেতে পারেন। এ বিষয়ে শিগগিরই বিস্তারিত জানানো হবে। বিস্তারিত জানতে নিয়মিত টেকজানো পড়ুন। আরও পড়ুন: বিনা মূল্যে ১৬,১০০ জনকে প্রশিক্ষন দেবে আইসিটি বিভাগ, চলছে রেজিষ্ট্রেশন