ক্যারিয়ার

সরকারি প্রজেক্টে অ্যাপ দিয়ে আয় শিখুন, ১৭৫০ জনের সুযোগ, টাকাও পাবেন

By Baadshah

May 19, 2018

আধুনিক প্রযুক্তি নির্ভর প্রশিক্ষিত মানবসম্পদ তৈরির মাধ্যমে মোবাইল গেইম ও এপ্লিকেশন উন্নয়নে স্থানীয় বাজার সম্প্রসারণ ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্যে বাংলাদেশকে প্রস্তুত করার লক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে মোবাইল গেইম ও এপ্লিকেশন তৈরির ওপর দেশব্যাপী বিনামূল্যে প্রশিক্ষণ প্রদানের জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।

এ প্রকল্পের আওতায় মোট ১৬,১০০ তরুণ-তরুণীকে মোবাইল গেইম ও এপ্লিকেশন তৈরির দক্ষতা উন্নয়নে নিম্নোক্ত প্রশিক্ষণ কোর্সসমূহে নিবিড় প্রশিক্ষণ দেয়া হবে

 

ক্রমিক নং প্রশিক্ষণ কোর্সের নাম প্রশিক্ষণ কোর্সের সময়কাল মোট প্রশিক্ষণার্থী
ট্রেনিং ফর এ্যাপ ডেভেলপার (এন্ড্রয়েড) ২০০ ঘন্টা ৭০০০
ট্রেনিং ফর এ্যাপ ডেভেলপার (আইওএস) ২০০ ঘন্টা ১৭৫০
ট্রেনিং ফর গেইম এ্যানিমেটর ২০০ ঘন্টা ২৮০০
ট্রেনিং ফর ইউএক্স এন্ড ইউআই ডিজাইনার ৭৫ ঘন্টা ২৮০০
ট্রেনিং ফর এ্যাপ মনিটাইজেশন, ম্যানেজমেন্ট এন্ড মার্কেটিং ৯০ ঘন্টা ১৭৫০

বিস্তারিত জানতে ভিজিট করুনঃ http://gameapp.gov.bd/training/

ট্রেনিং ফর এ্যাপ মনিটাইজেশন, ম্যানেজমেন্ট এন্ড মার্কেটিং: ১৭৫০ জন নিন্মোক্ত যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীগণ নিবন্ধন ও নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে পারবেন।

প্রশিক্ষণার্থীর যোগ্যতাঃ আগ্রহী প্রার্থীর অবশ্যই এন্ড্রয়েড ও আইওএস অ্যাপ্লিকেশন এর উপর মৌলিক ধারনা থাকতে হবে। বর্তমানে একযোগে সারা দেশে অনলাইনে প্রশিক্ষণার্থী নিবন্ধন ও নির্বাচনী পরীক্ষা চলছে , আগ্রহীরা আজই যোগাযোগ করুন। এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করার জন্যে ওয়েব লিংক: https://appmonetizationbd.com/ তথ্যসূত্র: বিজ্ঞপ্তি।