ক্যারিয়ার

সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪ এর ফল ঘোষণার তারিখ পরিবর্তন, ফল জানবেন যেভাবে

By Baadshah

September 06, 2018

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ পরীক্ষার চূড়ান্ত ফল ১০ সেপ্টেম্বর প্রকাশিত হবে। বর্তমান সরকারের মেয়াদেই মনোনীত শিক্ষকদের যোগদান কার্যক্রম শেষ করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) ফল পাওয়া যাবে।

বিষয়টি স্বীকার করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. গিয়াস উদ্দিন আহমেদ বলেন, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল তৈরির কাজ শেষ হয়েছে। আগামী সোমবার ফল প্রকাশ করা হবে। এই মাসের মধ্যেই শিক্ষকদের যোগদান কার্যক্রম শেষ করা হবে।

মন্ত্রণালয় সূত্র জানায়, রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরে মামলার কারণে নিয়োগ কার্যক্রম আটকে ছিল। মামলা নিষ্পত্তি হলে চলতি গত ২০ এপ্রিল থেকে চার ধাপে ৬১ জেলায় (পার্বত্য জেলা বাদে) শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ১৩ লাখ প্রার্থী আবেদন করলেও তার মধ্যে প্রায় সাড়ে সাত লাখ প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেয়। গত ৮ জুলাই লিখিত পরীক্ষার ফল প্রকাশি হয়। তাতে ২৯ হাজার ৫৫৫ জন উত্তীর্ণ হয়। গত ২৯ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে। প্রায় ১০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

তথ্যসূত্র:বিডি জার্নাল