TechJano

‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ এর মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ মৌখিক পরীক্ষার সময় ঠিক করা হয়েছে। ২৯ জুলাই মৌখিক পরীক্ষা শুরু হবে। শেষ হবে ১০ আগস্ট। প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্র জানায়, ২৯ জুলাই থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। আগস্টের মধ্যে মৌখিক পরীক্ষা শেষ হবে। দেশের ৬১ জেলার মৌখিক পরীক্ষার জন্য জেলা প্রশাসকের সমন্বয়ে ৬১টি আলাদা ভাইবা কমিটি গঠন করা হয়েছে।

সব প্রার্থীর মোবাইলে এসএমএসের মাধ্যমে মৌখিক পরীক্ষার সময় জানিয়ে দেয়া হবে। এ সময়ের মধ্যে বাকি তিন জেলাও (পার্বত্য তিন অঞ্চল) স্থানীয়ভাবে মৌখিক পরীক্ষা ও নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।

বিষয়টি নিশ্চিত করে ডিপিই’র মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল বলেন, শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে। ২০ নম্বরে মৌখিক পরীক্ষা হবে। তার মধ্যে ৫ নম্বর একাডেমিক সনদে দেয়া হবে, বাকি ১৫ নম্বর কমিটির সদস্যরা মূল্যায়ন করবেন।

তথ্যসূত্র:বিডিজার্নাল

Exit mobile version